রাত ১১টায় শেষ মেট্রো পাওয়া যাবে কবি সুভাষ ও দমদম থেকে। ব্লু লাইনে আজ অর্থাৎ ২৪ তারিখ থেকে রাত ১১টায় পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে। সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউনে এই পরিষেবা পাওয়া যাবে।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: ১৯৮৪ সাল থেকে এখনও পর্যন্ত একনাগাড়ে যাত্রী সাধারণকে পরিষেবা দিয়ে চলেছে কলকাতা মেট্রো রেল। বর্তমানে যোগাযোগের অন্যতম মুখ্য ভূমিকায় রয়েছে কলকাতা মেট্রো। এতদিন পর্যন্ত ব্লু লাইনে অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বর করিডরে প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো পরিষেবা রাত ১০টার মধ্যে শেষ হয়ে যেত। ফলে সমস্যায় পড়তে হত বহু মানুষকে। শেষ মেট্রোর সময়সীমা বাড়ানো নিয়ে চলতি মাসে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আকাশ শর্মা নামে এক ব্যক্তি। মেট্রো রেল কর্তৃপক্ষকে শেষ মেট্রোর সময়সীমা বাড়ানো নিয়ে বিবেচনা করে দেখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সমস্ত দিক বিচার বিবেচনা করে শুক্রবার থেকে শেষ মেট্রোর সময়সীমা বাড়ানোর প্রক্রিয়া গ্রহণ করে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে হাইকোর্টের নির্দেশের পরই এই সিদ্ধান্ত কিনা স্পষ্ট না। রাত ১১টায় মেট্রো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও তা পরীক্ষামূলকভাবে চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রাত ১১টায় শেষ মেট্রো পাওয়া যাবে কবি সুভাষ ও দমদম থেকে। ব্লু লাইনে আজ অর্থাৎ ২৪ তারিখ থেকে রাত ১১টায় পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে। সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউনে এই পরিষেবা পাওয়া যাবে। সমস্ত স্টেশনেই ট্রেন থামবে। যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে যাতে টোকেন বা স্মার্ট কার্ড নিতে কারও সমস্যা না হয়। অন্যান্য রাজ্যের তুলনায় কলকাতায় শেষ মেট্রোর সময়সীমা অনেক কম। তা বাড়ানোর জন্যই এই প্রয়াস। এতে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : শনিবারের ভোটে প্রার্থী ঊনআশি, ভোটার দেড় কোটি