সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ইজরায়েলি হামলায় মিশর ঘেঁষা রাফা শহর পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। গাজার উপকূলবর্তী এলাকায় ঘাঁটি করে রয়েছে হামাসরা। সেই নিয়েই একের পর এক হামলা। হামলায় মৃত্যু হয়েছে বহু শিশুরও। হামাস ইজরায়েলে হামলা চালানোর পরই পাল্টা আক্রমণ বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের। গাজায় যে ধ্বংসলীলা চলেছে তার সাক্ষী গোটা পৃথিবী। বিগত কয়েক মাস ধরেই গোটা বিশ্বর নজর গাজার ওপর। বর্তমানে গাজার প্রায় কুড়ি লক্ষ মানুষ ভিড় করেছে দক্ষিণ সীমান্তের রাফা শহরে। সেখানেও হামলা করেছে ইজরায়েল, মৃত্যু সংখ্যা এখনও ৪৫। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া খুললেই নজরে আসছে “অল আইজ অন রাফা” পোস্ট। এর পাল্টা পোস্ট ইজরায়েলের, যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
২০২৩ এর ৭ই অক্টোবর হামাসের আক্রমণে বহু ইজরায়েলির মৃত্যু হয়। ওই হামলায় ১২০০ জন নিহত হয় বলে দাবি ইজরায়েলের। “অল আইজ অন রাফা” পোস্টের বিরোধিতা করে ইজরায়েল নয়া পোস্ট ভাইরাল করে সোশ্যাল মিডিয়ায়। যেখানে স্পষ্টত লেখা, “৭ অক্টোবর আপনাদের সকলের নজর কোথায় ছিল?” এই লেখার সঙ্গে রয়েছে একটি ছবি পোস্ট। ছবিতে দেখা যাচ্ছে একটি শিশুর সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে হামাসের এক জঙ্গি। সেই সঙ্গে ইজরায়েল বার্তা দিয়েছে, “বন্দিদের উদ্ধার কাজের সঙ্গে কোনও রকম আপোষ করা যাবে না। তারা এই লড়াই থামাবে না।” গাজাকে পৃথিবীর সবচেয়ে বড় খোলা জেলখানা নামে অভিহিত করা হয়। ইজরায়েলের অনুমতি ছাড়া কোনও রকম সাহায্য ঢোকে না এখানে। হামাসের হামলার পর গাজা পুরোপুরি যুদ্ধক্ষেত্রের রূপ নিয়েছে। ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত প্রায় ৩১ হাজারেরও বেশি প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে। রাফায় হামলার ঘটনাকে “দুঃখজনক ভুল” বলে স্বীকার করেছেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু। তিনি জানান, ইজরায়েলি সেনা জানিয়েছিল, হামাস জঙ্গিদের ঘাঁটিতে অভিযান চালানো হয়। নিকেশ হয় বেশ কয়েক জন হামাস কমান্ডার। তবে পরে দেখা গেছে, হামলা হয়েছে শরণার্থী শিবিরে। নেতানিয়াহুর অবশ্য সাফ জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ খতম করতে প্রয়োজনে রাফা আক্রমণেও পিছপা হবেন না তিনি। হামাস শেষ না হওয়া পর্যন্ত চলবে যুদ্ধ। ইতিমধ্যেই নেতানিয়াহুকে রাফা আক্রমণ করতে নিষেধ করে অনুরোধ জানিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, স্পেন, আয়ারল্যান্ড সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। আন্তর্জাতিক বিচারালয়ে মামলা দায়ের করা হয়েছে। যদিও এর ফলে পরিস্থিতি ইতিবাচক হয়নি।
আরও পড়ুন : ৪২ আসনে শতাধিক সভা নেত্রীর। পিছিয়ে নেই অভিষেকও