Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • কালীঘাটের সামনে চাকরিহারাদের বিক্ষোভে উত্তেজনা। বিক্ষোভকারীদের পুলিশি ধরপাকড়।
  • মাঝারি মাত্রার ভূমিকম্প মণিপুর,মেঘালয়-সহ আশপাশের এলাকায়। কম্পন অনুভূত হয় বাংলাদেশেও। রিখটার স্কেলে কম্পের মাত্রা ছিল ৫.২।
  • পশ্চিম মেদিনীপুরের মোগলমারি এলাকা দুর্ঘটনা। আহত ৭ জনের ৩ জনের অবস্থা গুরুতর।
  • সুন্দরবনের ফ্লাড শেল্টারগুলি পরিষ্কার-পরিচ্ছন্নের তোড়জোড়। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং।
  • জোড়া খুন মেমারিতে। গলার নলি কেটে খুনের পর দম্পতির দেহ বাড়ির বাইরের রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ।
  • বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।আলিপুরদুয়ারে জনাসভায় জনসভায় অংশ নেবেন নরেন্দ্র মোদী।
  • ধাক্কা খেল স্পেসএক্সের স্টারশিপ প্রোগ্রাম। নবম পরীক্ষামূলক উৎক্ষেপণের ৩০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ হারায় রকেট। ভেঙে পড়ে ভারত মহাসাগরের উপর।
  • শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, হুগলিতে। কলকাতা-সহ বাকি জেলাতে ৭০-১১০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। 
  • বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে।
  • বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। বৃহস্পতি-শুক্রবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা।
  • শক্তি বেড়েছে নিম্নচাপের। বুধবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে।
  • উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু।
  • New Date 2025-5-28
  • New Time 10:30:00 AM
মঙ্গলে

22
May 2024

ফের ইতিহাস সৃষ্টির পথে ইসরো

ফের ইতিহাস সৃষ্টির পথে ইসরো। চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস সৃষ্টি করেছে চন্দ্রযান। এবার আরও একবার অভিযান মঙ্গলে।

নাজিয়া রহমান, সাংবাদিক ঃ ফের ইতিহাস সৃষ্টির পথে ইসরো। চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস সৃষ্টি করেছে চন্দ্রযান। এবার আরও একবার অভিযান মঙ্গলে। এর আগে মঙ্গলযান মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে নজির গড়েছিল। এবার আরো উচ্চাকাঙ্খী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এবার তারা মঙ্গলযান ২ পাঠানোর পরিকল্পনা করেছে। তাই নিয়ে তৈরি হচ্ছে নীল নকশা। লালগ্রহের রুক্ষ মাটিতে রোভার ও হেলিকপ্টার নামানো। সফল হলে চিন ও আমেরিকার পর তৃতীয় দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করবে ভারত। সেই স্বপ্ন সত্যি করতে এখন মরিয়া ইসরোর বিজ্ঞানীরা। জানা গেছে ইসরোর সবচেয়ে শক্তিশালী রকেট এলভিএম৩-তেই মঙ্গলযান-২ রওনা দেবে মঙ্গলের পথে। কেবল মঙ্গলের মাটিতে নামাই নয়, ইসরোর রোভার যেভাবে সেখানে নামবে বলে পরিকল্পনা করা হচ্ছে তাও অভিনব। সাধারণ এয়ারব্যাগ ও র‍্যাম্পের সাহায্যেই এই ধরনের যানকে নামানো হয়। কিন্তু এবার ইসরো ব্যবহার করবে স্কাই ক্রেন। ইসরোর বিজ্ঞানীদের মতে এই পদ্ধতিতে অবতরণ হবে আরও নিরাপদ।

নাসার পারসেভারেন্স রোভারের অবতরণকে মাথায় রেখেই এই পরিকল্পনা করা হচ্ছে। এছাড়াও আলাদা করে সকলের নজরে থাকবে মঙ্গলে হেলিকপ্টার ওড়ানোর দিকেও। এখন প্রশ্ন কি লক্ষ্য এই মিশনের? ইসরোর বিজ্ঞানীদের মতে শুধুমাত্র বৈজ্ঞানিক তথ্য সংগ্রহই নয় লাল গ্রহটিতে আরো বড় অভিযান যাতে করা হয় সেদিকে লক্ষ্য তাদের। উল্লেখ্য ২০১৩ সালে মঙ্গলে যান পাঠিয়েছিল ইসরো। সেই সাফল্যে বিশ্বজুড়ে ইসরো প্রশংসিত হয়েছিল। তাই এবার মঙ্গলযান২ দিয়ে আরও বড় সাফল্য পেতে চায় ইসরো। চন্দ্রযানের সাফল্য রাতারাতি ভারতকে মহাকাশে চিন, রাশিয়া ও আমেরিকার পাশে বসিয়ে দিয়েছে। তাই মঙ্গলযান২ এর দ্বারা ইসরো কতটা সফল হতে পারে সেদিকে অবশ্যই নজর রয়েছে এই সারা বিশ্বের।

আরও পড়ুন :  রেশন দুর্নীতির সঙ্গে সমবায় দুর্নীতির যোগ? ডিজিকে সিট গঠনের নির্দেশ দিল হাইকোর্ট

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics