সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- লোকসভার নির্বাচনের শেষ দফা হিমাচল প্রদেশের মান্ডিতে। ১লা জুনের নির্বাচনে মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন বলিউড “কুইন” কঙ্গনা রানাওয়াত। বুধবার মনোনয়ন পত্র জমা দেন এই তারকা প্রার্থী। সঙ্গে জমা দেন হলফনামাও। এই হলফনামাতেই উল্লেখ রয়েছে তাঁর সম্পত্তির পরিমাণ, যা সব মিলিয়ে ৯১ কোটিরও বেশি। ৩ কোটি ৯১ লক্ষ টাকা মূল্যের একটি মার্সিডিজ মেবাখ গাড়ি আছে তাঁর। রুপো রয়েছে ৬০ কিলো। ৬০ কিলোর মধ্যে গয়না ছাড়াও বাসনপত্র রয়েছে। রয়েছে ৬.৭ কিলো সোনার গয়না। যার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। তাঁর নিজের নামে ৫০টি জীবনবিমা রয়েছে। তাঁর অস্থাবর সম্পত্তি রয়েছে ২৮.৭ কোটির এবং স্থাবর সম্পত্তি রয়েছে ৬২.৯ কোটির। যে রুপো রয়েছে তার মোট মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। হিরের গয়না রয়েছে ৩ কোটির। মার্সিডিজ মেবাখ ছাড়াও তাঁর রয়েছে একটি মার্সিডিজ বেঞ্জ ও একটি বিএমডব্লু গাড়ি। যার দাম যথাক্রমে আনুমানিক ৫৮ লক্ষ টাকা এবং ৯৮ লক্ষ টাকা।
তাঁর একটি ভেসপা স্কুটারও রয়েছে, যার দাম ৫৩ হাজার টাকা। নগদ ২ লক্ষ টাকা হাতে রয়েছে তাঁর বলে হলফনামায় উল্লেখ। তাঁর ব্যাঙ্কে রয়েছে ১ কোটি ৩৫ লক্ষ টাকা। যদিও বাজারে তাঁর ঋণ রয়েছে ১৭ কোটির। দেশ জুড়ে সম্পত্তি রয়েছে কঙ্গনার। চণ্ডীগড়ে ৪টি, মুম্বইয়ে ১টি এবং হিমাচলের মানালিতে ১টি বাণিজ্যিক বাড়ি আছে তাঁর। মুম্বইয়ে ৩টি ফ্ল্যাট আছে কঙ্গনার। যার দাম ১৬ কোটি টাকা। হিমাচলের মানালিতে একটি বাংলো রয়েছে, যার দাম ১৫ কোটি। অভিনেত্রীর নামে চলছে ৮টি ফৌজদারি মামলা। চণ্ডীগড়ের একটি বেসরকারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন কঙ্গনা। এরপর আর পড়াশোনা করেননি তিনি। কঙ্গনা রানাওয়াত তাঁর মন্তব্যের জন্য বরাবরই বিতর্কিত এবং চর্চিত। বুধবার মনোনয়ন জমা দিয়ে প্রতিদ্বন্দ্বী দল প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেসের দেশবিরোধী মনোভাব খুবই উদ্বেগজনক। সিলভার স্ক্রিনে সংলাপ বলার ভঙ্গিতেই বলেন, মান্ডি লোকসভা কেন্দ্র থেকে আজ আমি বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলাম। এটা আমার কাছে খুবই গর্বের দিন। আমার দেশের মাটি থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারায় আমি গর্বিত। বলিউডে আমি সাফল্য পেয়েছি। রাজনীতিতেও আমি সফল হব বলে আশা করি। মান্ডির মানুষ ও তাঁদের ভালবাসা আমাকে টেনে নিয়ে এসেছে। বর্তমানে দেশের মেয়েরা সব ক্ষেত্রে সফল হচ্ছে। মান্ডির মেয়েরা এখন সেনাবাহিনীতেও যোগ দিচ্ছে। শিক্ষা, রাজনীতি সব ক্ষেত্রেই এগিয়ে চলেছে।
আরও পড়ুন : কত টাকার সম্পত্তি আছে! হলফনামায় কি জানালেন প্রধানমন্ত্রী?