Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • মানবাধিকার হরণের অভিযোগ। আন্তর্জাতিক আদালতে মহম্মদ ইউনুস-সহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের আওয়ামী লিগের। দলের তরফে মামলা করেন সিলেটের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী।
  • সব ধর্মের সমন্বয়ে শান্তিতে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। দেশ ও জাতির উন্নতি চাই। বললেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
  • কানাডার ব্রাম্পটনের মন্দিরে হিংসার ঘটনায় গ্রেফতার ১। ধৃতের নাম ইন্দ্রজিৎ সিংহ গোসাল। ৩৫ বছরের ওই ব্যক্তি ব্রাম্পটনেরই বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি খলিস্তানপন্থী ‘শিখ ফর জাস্টিস’ সংগঠনের সমন্বয়ক।
  • ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছকের অভিযোগ অস্বীকার ইরানের। দুই দেশের সম্পর্ক মজবুত করার ডাক দিলেন ইরানের বিদেশমন্ত্রী। ট্রাম্পের খুনের ছক কষার অভিযোগে ধৃত ব্যক্তির বাস্তবে কোনও অস্তিত্ব নেই, দাবি ইরানের বিদেশমন্ত্রীর।
  • উত্তর গাজায় মুহুর্মুহু বোমাবর্ষণ ইজ়রায়েলি বায়ুসেনার। হামলার জেরে জাবালিয়ায় ১৩ শিশু-সহ ৩০ জনের মৃত্যু। আহতের সংখ্যা অসংখ্য। নিখোঁজ বহু।
  • ইঞ্জিন এবং বগির মাঝে কাপলিং খুলতে গিয়ে রেলকর্মীর মৃত্যু। ঘটনায় রেলের প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ্যে। দুই সহকর্মীর ভুল বোঝাবুঝির কারণেই প্রাণ হারাতে হয়েছে তৃতীয় জনকে। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
  • জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে ঝামেলায় জড়াল একদল বাঙালি পর্যটক। পুলিশকর্মীকে মারধরের অভিযোগ বাঙালি পর্যটকদের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার বাঙালি পর্যটকদের। পাল্টা পুলিশকর্মীর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ। অভিযোগ,পাল্টা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
  • IRS অফিসার পরিচয়ে ২৫ মহিলার সঙ্গে প্রতারণা। প্রেমে ফাঁসিয়ে অশ্লীল ভিডিয়ো তুলে ব্ল্যাকমেলের অভিযোগ। জয়পুর থেকে অভিযুক্ত সর্বেশ কুমাবতকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা।  
  • হায়দরাবাদের জুবিলি হিল্‌সে একটি হোটেলে বিস্ফোরণ। বিস্ফোরণে আহত বেশ কয়েক জন। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে হোটেলের পাঁচিল। পাঁচিল থেকে ইট,পাথর ছিটকে ২০ মিটার দূরে গিয়ে পড়ে। হোটেল সংলগ্ন ছ’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • উত্তপ্ত উপত্যকা। শ্রীনগর, কিস্তওয়ারে সেনা অভিযান। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে জখম ৩ জন জওয়ান।
  • বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সাত পড়ুয়াকে সাসপেন্ড মামলার শুনানিতে কলেজের পক্ষে কেন কোনও আইনজীবী নেই? প্রশ্ন তুলে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্টের।
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্য মৃত্যু। মৃত অধ্যাপকের নাম মৈনাক পাল। তিনি দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন। বন্ধুদের সঙ্গে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন মৈনাক পাল। ফেরার দিন আলমোড়ার একটি হোটেলের দরজা ভেঙে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।
  • সোমবার থেকে শুরু হচ্ছে আরজি কর খুন ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া। শুরু হবে সাক্ষ্যগ্রহণ। 
  • New Date  
  • New Time  
শাসকদলের

30
May 2024

কমিশনের কর্মী প্রতি রাতে বৈঠক করছেন রাজ্যের শাসক দলের মন্ত্রীর সঙ্গে। বিষ্ফোরক অভিযোগ শমিক লাহিড়ীর

নির্বাচন কমিশন একটি স্বশাসিত স্বতন্ত্র সংস্থা। নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করাই তাদের কাজ। প্রথম পাঁচ দফা সেই কাজ সফলভাবে করলেও ষষ্ঠ দফা থেকে নিরপেক্ষভাবে কাজ করছে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর। শুধু তাই নয়, সিইও দফতরের কোনো কোনো কর্মী প্রতিদিন রাত্রে রাজ্যের শাসকদলের মন্ত্রীদের সঙ্গে গোপনে বৈঠক করছেন। এমন‌ই মারাত্মক অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ী।

সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কিছু অফিসারদের নিয়ে বিষ্ফোরক অভিযোগ জানালো সিপিএম। বৃহস্পতিবার দুপুরে নির্দিষ্ট কিছু অভিযোগ জানানোর মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করতে আসনে শমীক লাহিড়ী, রবীন দেব, সুখেন্দু পানিগ্রাহী। সেই বৈঠক ফলপ্রসূ হয় নি। তারপরেই এই বিষ্ফোরক অভিযোগ জানান শমীক লাহিড়ী।

শনিবার শেষ দফার ভোটের দুই দিন আগে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করতে আসেন সিপিএমের একটি প্রতিনিধি দল। দলের পক্ষ থেকে শমীক লাহিড়ী অভিযোগ করে বলেন, “আমাদের সঙ্গে বৈঠক করার সময় যখন আমরা নির্দিষ্ট কিছু অভিযোগ জানাই তখন উনি (সিইও) বলেন যে এইসব অভিযোগ তিনি আগে পান নি। আমরা জানাই সব অভিযোগ‌ই আপনার দফতরে আমরা জমা দিয়েছি। আপনাকে কেন সেই অভিযোগগুলো দেওয়া হয় নি সেটা আমরা জানি না।” সূত্রের খবর এইসময় প্রতিনিধিদলের সদস্য সুখেন্দু পানিগ্রাহী-র সঙ্গে কিছুটা বিতন্ডা হয় সিইও আরিজ আফতাবের। তারপরেই তিনি (সিইও) বৈঠক ছেড়ে বেরিয়ে যান। এরপর প্রায় এক ঘন্টা ফাঁকা ঘরে বসে অপেক্ষা করেন শমীক লাহিড়ী, রবীন দেবরা। পরে রবীন দেব বলেন, “আমি ওনাকে ফোন করেছিলাম, কিন্তু উনি ফোন ধরেন নি। টেক্সট করে বলেছিলাম আমরা আলোচনা করতে চাই, অপেক্ষা করছি। কিছুক্ষণ পর তিনি টেক্সট এর উত্তর দিয়ে বলেন তিনিও আলোচনায় রাজি। তবে কবে বা কখন সেই প্রশ্নের উত্তর আর উনি দেন নি।”
এদিকে শমীক লাহিড়ী পরিষ্কার অভিযোগ করে বলেন, “আমরা একঘন্টা ধরে বসে আছি, আর সিইও মিটিং এর মধ্যেই উঠে চলে গেলেন।” তিনি আরও অভিযোগ করেন “আমাদের সন্দেহ এই দফতরে এমন কিছু লোক আছেন যারা আমাদের চিঠি সিওর কাছে পৌঁছে দিচ্ছে না।” এরপরই বিস্ফোরক অভিযোগ করে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ী বলেন, “মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরের কর্মী প্রতিদিন রাত্রে গোপনে রাজ্যের শাসকদলের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন।” তাঁর আরও অভিযোগ পঞ্চায়েত ভোটের কায়দায় লোকসভা ভোটের গণনাতেও কারচুপি করতে চাইছে। শেষ দুই দফার ভোট রাজ্যের শাসকদলের গড় এলাকায়। তাই কি বিজেপির নির্দেশে ইসিআই (ইলেকশন কমিশন অব ইন্ডিয়া)এর বার্তা পেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এমন পক্ষপাতিত্ব করছে ? প্রশ্ন তুলেছেন শমীক লাহিড়ী। পাশাপাশি তাঁর দাবি পাটুলি, রাজা বাগান ও কালিঘাট থানার ওসি কে সরাতে হবে।

সিপিএমের এই অভিযোগ প্রসঙ্গে কমিশনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া দেওয়া হয় নি। প্রতিক্রিয়া পেলে পরে আপডেট করা হবে

আরও পড়ুন : বইয়ের বদলে PDF, সিদ্ধান্ত সংসদের

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​