সুচারু মিত্র, সাংবাদিক: কলকাতার ভোট রয়েছে একেবারে শেষ দফায়। কিন্তু তার আগেই ফের উত্তেজনা উত্তর কলকাতায়। বেলেঘাটা মেন রোডে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ। ঘটনার সূত্রপাত বিজেপির প্রার্থী তাপস রায়ের প্রচারকে কেন্দ্র করে । মঙ্গলবার তাপস রায় বেলেঘাটা মেন রোডের ১৩৫/৩০ এই ঠিকানায় তিনি প্রচার চালাচ্ছিলেন,ঠিক সেই সময় সেখানে বিজেপির সমর্থকরা জয় শ্রী রাম স্লোগান দিচ্ছিলেন,পাল্টা ঐ গলি থেকেই তৃণমূলের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। স্লোগান পাল্টা স্লোগানের পর্ব চলছিলই। কিন্তু হঠাৎই চোর চোর স্লোগান উঠতে থাকে বিজেপির পক্ষ থেকে,ঠিক তখনই তৃণমূল কর্মীরা ক্ষিপ্ত হয়ে যান, এবং তাপস রায়ের অনুগামী তথা বিজেপির নেতা কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। দুদলের মারামারিতে আহত হয়েছেন দুই বিজেপি কর্মী। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নেয়। এবং তার পর সেখান থেকে বিজেপি এবং তৃণমূলকে হটিয়ে দেওয়া হয়। যদিও তাপস রায় অভিযোগ করেছেন উত্তর কলকাতায় বিজেপি জিতবে বলেই বার বার তৃণমূলের কর্মী সমর্থকরা পরিকল্পনা করেই তার প্রচারে বাঁধার সৃষ্টি করেছেন।এসব করে কোন লাভ হবে না বলেই হুঁশিয়ারি তাপস রায়ের।
পাল্টা তাপস রায়ের বিরুদ্ধে অভিযোগ যে ঠিকানায় মঙ্গলবার প্রচার চালাচ্ছিলেন তাপস রায় সেই খানে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া চলছিল। বাড়িতে বাড়িতে বৃদ্ধদের কাছে পৌঁছে গিয়েছিল পোস্টাল ব্যালট।সেই সমস্ত ভোটারদের প্রভাবিত করছিলেন তাপস রায় এমন অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে।প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে চলে গন্ডগোল, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আরও পড়ুন : নাগরিকত্ব পেয়ে প্রথম ভোট তারকা অক্ষয় কুমারের