অষ্টাদশ লোকসভা নির্বাচনে হেলিকপ্টার ব্যবহারে অন্য রাজনৈতিক দলকে অনেক পিছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে রাজ্যের শাসকদলের থেকে কয়েক যোজন দূরে রয়েছে কেন্দ্রের শাসক দল।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- ভোটের প্রচারে হেলিকপ্টার ব্যবহার এখন রাজনৈতিক দলগুলোর কাছে আর খুব দূরের কোনো বিষয় নয়। প্রতিটা রাজনৈতিক দলই তাদের তারকা প্রচারকদের বিভিন্ন সভায় পাঠানোর জন্য হেলিকপ্টার ব্যবহার করে থাকে। আর এই বিষয়ে আমাদের রাজ্যে এবারের লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মোট ৮৯০ টি ক্ষেত্রে হেলিকপ্টার ব্যবহারের জন্য কমিশনের কাছে আবেদন করেছিলো যার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের ৪২ টি আসনে তাদের প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেওয়ার জন্য মোট ৬৭৬ টি আবেদন কমিশনের দফতরে জমা করে, এরমধ্যে ৫২১ বার আকাশে ওড়ার অনুমতি তারা পেয়েছে। মূলতঃ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তাদের তারকা প্রচারকদের ব্যবহারের জন্যই এই আবেদন জানানো হয়েছিলো। অনেক পিছনে থাকা কেন্দ্রের শাসকদল বিজেপি আবেদন করেছিলো ১৮৩ বার। বিজেপির আবেদন গ্রাহ্য হয়েছে ১২৪ বার। জাতীয় কংগ্রেস মাত্র দুই বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়েছিলো, দুটি আবেদনই গ্রাহ্য করে নির্বাচন কমিশন। হেলিকপ্টার ব্যবহারের বিষয়ে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দল সিপিএম বা বামেদের পক্ষ থেকে কোনো হেলিকপ্টার ব্যবহারের আবেদন করা হয় নি বলেই কমিশন সূত্রে খবর।
আরও পড়ুন : সন্দেশখালি এফেক্ট! বসিরহাটের পঞ্চাশ শতাংশের বেশি বুথই ঝুঁকিপূর্ণ।