সাংবাদিক : সুচারু মিত্র ঃ এ নিয়ে তিনি টানা ৩ বারের সাংসদ।আর এবার তিনি মন্ত্রীত্বটা আশা করছেন। তিনি সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। এর আগে একাধিক বার সৌমিত্রকে নিয়ে বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে পড়তে হয়েছে। বিভিন্ন সময় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন সৌমিত্র। কিন্তু তার পরেও এবারের লোকসভা নির্বাচনে টিকিট পেয়েছিলেন তিনি। প্রাক্তন স্ত্রীকে হারিয়ে সৌমিত্র এবারের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন।বাংলা থেকে যে ১২ জন বিজেপি সাংসদ রয়েছে তার মধ্যে টানা ৩ বার যেতা সাংসদ একমাত্র সৌমিত্রই ।আর এবার সৌমিত্র আশা করছেন যে তিনি বাংলা থেকে এবার মন্ত্রীত্ব পেতে পারেন। এবং তিনি মনে করেন এর ফলে রাঢ় বাংলায় মানুষ অনেকটা আশাবাদী হবে তাদের দিক থেকে কেউ মন্ত্রীত্ব পেলে। বিষ্ণুপুরে তিনি অনেক কাজ করেছেন বলেও দাবি করেছেন, কিন্তু অন্য দিকে সূত্রের খবর পাওয়া যাচ্ছে যদি না মন্ত্রীত্ব পান তাহলে দল পরিবর্তনের একটা জল্পনাও রয়েছে। সৌমিত্র খাঁ বলেছেন কেন তিনি আশা করবেন না?… যে তিনি এবার মন্ত্রীত্ব পাবেন…. পর পর ৩ বার তিনি নির্বাচিত হয়েছেন। অনেকক্ষেত্রেই তার সাংগঠনিক ক্ষমতা নিয়ে দলের অনেক শীর্ষ নেতৃত্ব প্রশ্ন তুলেছেন, কিন্তু এতকিছুর পরেও তিনি জিতিয়ে দেখিয়ে দিয়েছেন তাই তিনি আশা করছেন এবার মন্ত্রীত্বটা পাকা।তবে সেটা না পেলে সৌমিত্র যে দল পরিবর্তন করতে পারেন সেই জল্পনা তুঙ্গে রয়েছে। তলে তলে তাহলে কি তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগটা রাখছেন?… যদিও এবারে খোলসা করেননি সৌমিত্র।
আরও পড়ুন : সপ্তাহান্তে ভোগান্তি !