সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ইদের সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই রাঙাপানি এলাকায় ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা দেয় মালবাহী একটি ট্রেন। কাঞ্চনজঙ্ঘার ট্র্যাকে চলে আসে মালবাহী ট্রেনটি। সংঘর্ষে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৮, আহত কমপক্ষে ৩০। তবে এই সংখ্যা পরিবর্তন হতে পারে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর বোঝা যাবে কতজন আহত এবং মৃত। ট্রেন দুর্ঘটনায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।
১) ০৫৭৯৭ নিউ জলপাইগুড়ি- মালদা টাউন প্যাসেঞ্জর স্পেশাল ১৭ ও ১৮ তারিখ বাতিল।
২) ০৫৭৯৬ মালদা টাউন– নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জর স্পেশাল ১৭ তারিখ বাতিল।
৩) ০৫৭৯৮ মালদা টাউন– নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জর স্পেশাল ১৮ ও ১৯ তারিখ বাতিল।
৪) ১৫৭০৯ মালদা টাউন– নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ১৭ তারিখ বাতিল।
৫) ১৫৭১০ নিউ জলপাইগুড়ি– মালদা টাউন এক্সপ্রেস ১৮ তারিখ বাতিল।
বাতিলের পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য রুটে। নিউ জলপাইগুড়ি– শিলিগুড়ি– বাঘডোগরা– আলুয়াবাড়ি রোড দিয়ে ঘোরানো হচ্ছে।
১) ১২৩৪৬ গুয়াহাটি– হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
২) ১২৫১০ গুয়াহাটি– এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস
৩) ২২৩০২ নিউ জলপাইগুড়ি– হাওড়া বন্দে ভারত
৪) ২২৫০৪ ডিব্রুগড়- কন্যাকুমারী এক্সপ্রেস
৫) ১৫৬২০ কামাখ্যা– গয়া এক্সপ্রেস
৬) ১৫৯৬২ ডিব্রুগড়– হাওড়া কামরূপ এক্সপ্রেস
৭) ১৩১৪৮ বামনহাট– শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস
৮) ১৫৯৩০ নিউ তিনসুকিয়া– তাম্বরম এক্সপ্রেস
৯) ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার– শিয়ালদা তিস্তা– তোর্সা এক্সপ্রেস
১০) ১২৩৪৪ হলদিবাড়ি– শিয়ালদা দার্জিলিং মেল
১১) ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার– শিয়ালদা পদাতিক এক্সপ্রেস
১২) ১৫৬৫৮ কামাখ্যা– দিল্লি ব্রহ্মপুত্র মেল
মোট ৫ টি ট্রেন বাতিল ও ১২টি ট্রেন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে রেলের তরফ থেকে।
আরও পড়ুন : স্নাতকস্তরে ভর্তির অভিন্ন পোর্টাল মঙ্গলবার বা বুধবার খোলার সম্ভাবনা