নাজিয়া রহমান, সাংবাদিক: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে ৮ মে। তার পরে কেটে গিয়েছে প্রায় ৪০ দিন। শুধু তাই নয়, সিবিএসই দ্বাদশ এবং আইএসসির ফলও বহুদিন প্রকাশিত হয়ে গিয়েছে। কবে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে দিশাহারা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণরা। এখনও সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তবে এবার কলেজ স্নাতকস্তরে ভর্তির অভিন্ন পোর্টাল মঙ্গলবার বা বুধবার চালু হয়ে যেতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রায় কয়েকলক্ষ ছাত্রছাত্রী কলেজে ভর্তির প্রত্যাশা নিয়ে উদ্বেগের সঙ্গে দিন কাটাচ্ছেন। কিন্তু কবে থেকে শুরু হবে ভর্তি তা অজানা।শুধু পড়ুয়া নয়, অভিভাবক এবং কলেজ কর্তৃপক্ষেরও একই অবস্থা। ভর্তি প্রক্রিয়া শুরু না হওয়ায় শিক্ষকমহলের একাংশের প্রশ্ন শেষ মুহূর্তে যদি কেন্দ্রীয় পোর্টাল বাতিল হয়ে যায়, তাহলে কি হবে? তবে ভর্তি নিয়ে চিন্তা কাটালেন শিক্ষামন্ত্রী। তিনি জানান,বিজ্ঞপ্তি প্রকাশের দিনই পোর্টাল খুলে যাবে। তার আগে সাংবাদিক বৈঠক করে এই পোর্টালের বৈশিষ্ট্যগুলি বিশদে আলোচনা করা হবে। ভর্তি নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বেগ বা দুশ্চিন্তার কোনও কারণ নেই বলেও আশ্বাস দিয়েছেন তিনি।প্রসঙ্গত বিহার বা ওড়িশার মতো প্রতিবেশী রাজ্যগুলি ইতিমধ্যেই অনলাইনে ছাত্রভর্তির প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় বাংলার পড়ুয়াদের পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মত শিক্ষকমহলের। পাশাপাশি ভিন রাজ্যের পড়ুয়া এ রাজ্যে ভর্তি না হয়ে চলে গেলে আসন খালি থাকারও আশঙ্কা রয়েছে বলে মত তাদের।
আরও পড়ুন : খারাপ ফলাফল নিয়ে আজ ময়নাতদন্তে নামছে বিজেপি, সন্ধ্যায় সল্টলেক অফিসে বৈঠক