সাংবাদিক: সুচারু মিত্র : লোকসভা নির্বাচনে খারাপ ফল হয়েছে বঙ্গ বিজেপির,২০১৯ এর থেকে প্রায় ৬ টা সিট কমে গিয়েছে এবারের লোকসভা নির্বাচনে।১৮ থেকে কমে ১২ আর এবার সেই শোচনীয় পরাজয়ের পর্যালোচনায় বৈঠকে বসছে বিজেপি। শনিবার সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দফতরে বৈঠকে বসছেন বঙ্গ বিজেপি।যেখানে রাজ্য বিজেপির কোর কমিটির নেতৃত্ব উপস্থিত থাকবেন সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতো, দিলীপ ঘোষ, এছাড়াও একাধিক কোর কমিটির সদস্যদের উপস্থিতিতে হবে হারের কারণ নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ। ফলাফল কেন খারাপ হল , কোথায় সাংগঠনিক দুর্বলতা ছিল, কোথায় বুথ কমিটি গড়ে তোলা যায়নি, এসব কিছু নিয়েই বৈঠকে হবে আলোচনা।২০২৬ এ বিধান সভা নির্বাচন,তার আগে দলকে ঢেলে সাজাতে মরিয়া বিজেপি।তাই এই পর্যালোচনা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।এমনকি উওর বঙ্গেও এবারে ১ টি আসন হাতছাড়া হয়েছে,তা হল কোচবিহার। বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উওর বঙ্গে কোচবিহার, সেখানেও আসন হাতছাড়া নিয়ে হতাশ বিজেপি।সেখানে কি ভাবে ঘুরে দাঁড়াবে বিজেপি তা নিয়েও পর্যালোচনা বৈঠকে আলোচনা হবে। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের হারের পর কোচবিহারের বহু পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হয়েছে,সেখানে রাতারাতি তৃণমূল দক্ষল নিয়েছে পঞ্চায়েত।এমন পরিস্থিতিতে সংগঠনের ভিতকে ঠিক রাখতে এই পর্যালোচনা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিজেপি।এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত উঠে আসে তার দিকেই তাকিয়ে কর্মী সমর্থকের একটা বড় অংশ।
আরও পড়ুন : ব্যবধান ৪ দিন, ফের অগ্নিকাণ্ড কলকাতায়