ব্যবধান মাত্র ৪ দিনের। তার মধ্যেই ফের শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায়। এবার আগুন লাগল কসবার অ্যাক্রোপলিস শপিং মলে।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। কসবায় শপিং মলে বিধ্বংসী আগুন। ধোঁয়া দেখে হুড়োহুড়ি ক্রেতাদের। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন।
শুক্রবার দুপুর নাগাদ আচমকাই গলগল করে ধোঁয়া বেরতে দেখা যায় শপিং মল থেকে। জানা যায় আগুন লেগেছে থার্ড ফ্লোরে। সঙ্গে সঙ্গে সেই মুহুর্তে যারা মলের ভেতর ছিলেন তাদের বাইরে বার করে আনা হয়। একই সঙ্গে বেরিয়ে আসেন উপস্থিত কর্মীরাও।
কিছু ক্ষণের মধ্যেই দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। দমকলকর্মীরা জানান এই তীব্র গরমে এবং ধোঁয়ার প্রাবল্যে তাদের নিশ্বাস নিতে অসুবিধা হওয়ার দরুণ বাধ্য হয়ে অক্সিজেন মাস্ক পরে তারা আগুন নেভানোর কাজ শুরু করছেন।
এই আগুনের ফলে গোটা এলাকাই কার্যত ধোঁয়ায় ঢেকে যায়। কিন্তু কেন কি কারণে আগুন লাগল সেটা এই প্রতিবেদন লেখার সময় অবধি জানা যায়নি। তবে একই সপ্তাহে দুটো অগ্নিকাণ্ড ফের প্রশ্ন তুলে দিয়ে গেল শহরের রেস্টুরেন্ট শপিং মলগুলিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ আছে তো!
আরও পড়ুন : মা রাজ্যসভার সাংসদ। মেয়ে বিধানসভায় প্রার্থী। চমক তৃণমূলের