রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। তালিকায় তিন কেন্দ্রে তেমন চমক না থাকলেও বাগদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মধুপর্ণা ঠাকুর এর নাম ঘোষণা করে চমক দিলো জোড়া ফুল শিবির।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ– আগামি ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে নিজেদের আপত্তি জানিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিলো রাজ্যে মোট দশটি আসনে উপনির্বাচন হবে। এখন তড়িঘড়ি চারটে আসনে না করে একসাথে দশটি আসনে উপনির্বাচন করলে ভালো হয়। তবে কমিশন এই বিষয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে পোষ্ট করে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হলো। এই তালিকায় অন্য তিনটি কেন্দ্রে প্রত্যাশা মতো প্রার্থী হলেও বাগদা কেন্দ্রে প্রার্থী করা হলো তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর এর মেয়ে মধুপর্ণা ঠাকুর কে।
মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে কে যে প্রার্থী করা হচ্ছে সেটা একপ্রকার নিশ্চিত ছিলো। পাশাপাশি মনে করা হয়েছিলো বাকি তিন কেন্দ্রেও ২১ এ জয়ী(বিধানসভায়) ও ২৪ এ পরাজিত(লোকসভায়) তিনজনকেই টিকিট দেবে দল। কিন্তু শেষমেশ দেখা গেলো রায়গঞ্জ (কৃষ্ণ কল্যানী) ও রানাঘাট দক্ষিণ (মুকুট মনি অধিকারী) কেন্দ্রে সদ্য লোকসভা ভোটে পরাজিত প্রার্থীর উপরেই আস্থা রাখলেও বাগদা কেন্দ্রে বিশ্বজিৎ দাস কে বদল করা হলো। প্রসঙ্গত মাস দুয়েক আগে লোকসভা নির্বাচন পর্বে ঠাকুর বাড়িতে ঘর দখল কে কেন্দ্র করে যখন শান্তনু ঠাকুর ও মমতা বালা ঠাকুর এর মধ্যে চূড়ান্ত চাপান উতোর চলছে সেই সময় এই মধুপর্ণা ঠাকুরকে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ হেনে অনশনে বসতে দেখা গিয়েছিলো। এখন বাগদা কেন্দ্রের উপনির্বাচনে সেই ঠাকুর বাড়ির নাতনী কে প্রার্থী করে মতুয়া ভোটে থাবা বসানোর কথাই ভাবা হয়েছে বলে জেলা তৃণমূল সূত্রে খবর।
আরও পড়ুন : মিলছে একাদশের বই