নাজিয়া রহমান, সাংবাদিক: চলতি শিক্ষাবর্ষ থেকেই একাদশে নতুন সিলেবাস। সংসদ একথা ঘোষণা করতেই ছাত্রছাত্রী থেকে অভিভাবকের একটাই প্রশ্ন ছিল ক্লাস শুরু হতেই বই মিলবে কি না। মাধ্যমিকের ফলপ্রকাশের পর বই অমিল থাকলেও, ধীরে ধীরে মিটছে একাদশের পাঠ্য বইয়ের সমস্যা।
দীর্ঘ ১৩ বছর পর পরিবর্তিত হয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। ক্লাস শুরুর প্রথমে নতুন সিলেবাস অনিযায়ী বই মিলবে কিনা তা নিয়ে ছিল সন্দেহ। তাই বই হাতে পেতে দেরি থাকায় শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলা, ইংরেজি সহ মোট ৬টি ভাষার বইয়ের পিডিএফ আপলোড করেছিল সংসদ। তবে এবার সব সমস্যা সমাধান। ধীরে ধীরে মিটছে একাদশের পাঠ্য বইয়ের সমস্যা।
বাংলা, ইংরেজি র মত ভাষা বইগুলি যেমন স্কুলে চলে এসেছে তেমনই বাজারে মিলছে সংসদের টিবি নম্বর দেওয়া কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের বইগুলি। কলেজস্ট্রিটে গেলেই মিলছে একাদশের সব বিভাগেরই একাধিক বই সিলেবাসের পরিবর্তন ঘটেছে পরীক্ষা পদ্ধতিতে। এবার উচ্চমাধ্যমিক স্তরে বছরে দুবার পরীক্ষা। পরীক্ষা হবে সেমেস্টার পদ্ধতিতে। একাদশে বইয়ের অভাব মেটাতে পরীক্ষায় সমস্যা হবে না বলে মত শিক্ষকমহলের।
আরও পড়ুন : নিট নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের