নাজিয়া রহমান, সাংবাদিক: সর্বভারতীয় স্তরের পরীক্ষায় দূর্নীতির অভিযোগ। যা নিয়ে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। ক্ষুব্ধ যুব সমাজ। এই ধরনের দূর্নীতির অভিযোগ ভবিষ্যৎ প্রজন্মের মনবল ভেঙে দিচ্ছে বলে আশঙ্কা অভিভাবকদের। রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে এ নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে মত তাদের। অন্যদিকে নেটের পর নিট পিজি স্থগিত। যা নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আচমকা পরীক্ষা স্থগিত করা নিয়ে উঠছে নানা প্রশ্ন। নিট পিজির প্রশ্নও কি ফাঁস হয়েছে?এনটিএ-এর অধীনস্থ কোনও পরীক্ষায়ই কি স্বচ্ছ নয়? রাজনৈতিক মহলে এখনই এই গুঞ্জন। পরীক্ষা শুরুর আগে স্থগিত করা হয় সিএসআইআর নেট তার পরেই দেখা গেল পরীক্ষার কয়েকঘন্টা আগে স্থগিত হল নিট পিজি। হঠাৎ নিট পিজি স্থগিত হওয়ায় রাহুল গান্ধীর অভিযোগ, চিকিৎসাব্যবস্থা যে পুরোপুরি ভেঙে পড়েছে, এটা তারই একটা উদাহরণ। রবিবারই নিট-পিজি হওয়ার কথা ছিল। অ্যাডমিট কার্ডও পেয়েও পরীক্ষা শেষমূহূর্তে স্থগিত।পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য, এনটিএর অধীনে একাধিক পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে নিট পিজি পিছিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রক এও জানায়, পুরো পরীক্ষা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে পরে নতুন করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে। একেরপর এক সর্বভারতীয় স্তরের পরীক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগের ভিত্তিতে বাতিল বা স্থগিত হচ্ছে পরীক্ষা। বিতর্কের মধ্যেই শুক্রবার প্রশ্নফাঁস নিয়ে কড়া আইন কার্যকর করেছে কেন্দ্র। প্রশ্নফাঁস এবং পরীক্ষা জালিয়াতি রুখতে নয়া আইনের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে এই আইন পাশ করেছিল কেন্দ্র। নয়া আইন অনুযায়ী যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কড়া শাস্তির বিধান হয়েছে। অন্যদিকে পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে সাত সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ২ মাসের মধ্যে সেই কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী এনটিএ-র কাঠামো, পরীক্ষা আয়োজনের পদ্ধতি শুধরে নেওয়া হবে বলেও জানা গিয়েছে। তবে শিক্ষকমহলের বক্তব্য, কমিটি গঠন নয়। এই ধরনের দূর্নীতি যাতে না হয় সেদিকে নজর দেওয়া উচিত।
আরও পড়ুন : প্রজ্জ্বলের পর গ্রেফতার সূরজ