সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক – বাংলাদেশের পাবনা জেলা থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন বছর ২৩-এর দিলওয়ার হোসেন। গত ১৮ তারিখ সন্ধ্যায় পার্ক স্ট্রিটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ওঠেন দিলওয়ার ও তাঁর পরিবার। বুধবার চিকিৎসা করাতে কাদাপাড়া লাগোয়া ওই বেসরকারি হাসপাতালে যান তিনি। এদিন রাতে হোটেলে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সবাই। রাত ১২টা নাগাদ দিলওয়ারের মা দেখেন তাঁর ছেলে পাশে নেই। এরপরই হোটেলের সিসিটিভিতে দেখা যায় রাত ১১টা ২৭ মিনিটে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে দিলওয়ার। এরপরই তাঁর পরিবার প্রথমে নিউ মার্কেট থানা ও পরে পার্ক স্ট্রিট থানায় যায়। পার্ক স্ট্রিট থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফ থেকে। সিসিটিভিতে দেখা যায় ওই যুবক হোটেল থেকে বেরিয়ে মির্জা গালিব স্ট্রিটের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে।
দীর্ঘদিন ধরেই মানসিক অসুস্থতা রয়েছে দিলওয়ারের। সেই চিকিৎসা করাতেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। দিলওয়ারের সঙ্গে তাঁর মা, বাবা, দিদি ও জামাইবাবু আসেন। এর আগেও কয়েক বার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছে নিখোঁজ যুবক বলে জানা গেছে। পেশায় আইনজীবী তাঁর বাবা পাবনা জেলা ও দায়রা আদালতের আইনজীবী। কলকাতায় প্রথমবার এসে এই রকম ঘটনা ঘটায় মানসিকভাবে বিপর্যস্ত দিলওয়ারের পরিবার। হোটেলের তরফ থেকে ঘটনার দিন রাত থেকে পূর্ণ সহযোগিতা করা হয়। পার্ক স্ট্রিট থানার তরফ থেকেও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মানসিক অসুস্থতার কারণেই দিলওয়ার হঠাৎই হোটেল থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বলে পুলিশের অনুসন্ধানে স্পষ্ট।
আরও পড়ুন : থেকেও নেই রাজ্যপাল!