সাতটি বিধানসভার মধ্যে চারটে বিধানসভায় লীড পেয়েও হারতে হলো তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান প্রার্থীকে। জঙ্গলমহলের অন্যতম গুরুত্বপূর্ণ আসন পুরুলিয়ায় বিজেপির বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-র জয়ের ব্যবধান দুই লাখ থেকে কমে হলো মাত্র ১৭ হাজার।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পুরুলিয়া আসনটি প্রথম বার বিজেপির দখলে গিয়েছিলো। পদ্ম ফুলের প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জিতেছিলেন প্রায় ২,০৪,৭৩২ ভোটের ব্যবধানে। এবারও এই কেন্দ্র নিজেদের দখলে রাখলেও জয়ের ব্যবধান কমলো প্রায় এক লক্ষ আশি হাজার। পুরুলিয়া লোকসভার সাতটি বিধানসভার মধ্যে চারটি নিজেদের দখলে রাখলেও তিনটি বিধানসভায় পরাজয়ের কারণে তীরে এসেও তরী ডুবলো জোড়া ফুলের প্রার্থী রাজ্যের প্রাক্তণ মন্ত্রী শান্তিরাম মাহাতো-র।
পুরুলিয়া লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে বলরামপুর বিধানসভায় ১,১৫০ ভোট, জয়পুর বিধানসভায় ৬,৫৬১ ভোট, মানবাজার বিধানসভায় ১৩,৩৭১ ভোট ও কাশীপুর বিধানসভায় ১,৮৬৬ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো। কিন্তু বাকি তিন বিধানসভার মধ্যে বাঘমুন্ডি কেন্দ্রে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো-র জয়ের ব্যবধান ১১,২৪০ ভোট। পাশাপাশি পুরুলিয়া বিধানসভায় ২২,৩৭৯ ভোট (সাতটা বিধানসভার মধ্যে এখানে জয় পরাজয়ের ব্যবধান সবচেয়ে বেশি) ও পারা বিধানসভায় বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান ৮,২৫০ ভোট। ফলে সাতটার মধ্যে চারটে বিধানসভায় এগিয়ে থেকেও পরাজয় স্বীকার করতে হয়েছে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো কে। প্রসঙ্গত এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো মোট ১,২৮,৫৬৫ টি ভোট পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত একের বিরুদ্ধে এক হলে এই কেন্দ্রেও বিজেপির পরাজয় অবশ্যম্ভাবী ছিলো বলেই মত জেলা তৃণমূল কংগ্রেসের।
আরও পড়ুন : নীতিশ আর চন্দ্রবাবুর আবদারে হিমশিম বিজেপি,রবিতে শপথ অনুষ্ঠান মোদীর