সাংবাদিক : সুচারু মিত্র – সুকান্ত মজুমদারের পরবর্তী পর্যায়ে দলের রাজ্য সভাপতি কে হবে ? জল্পনায় একাধিক নাম থাকলেও এবার জল্পনা তুঙ্গে রাজ্যের দুই নেত্রীকে নিয়ে। দুজনেই মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন,একজন সাংসদ ছিলেন। একজন বর্তমানে আসানসোল দক্ষিণের বিধায়িকা। লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল। রাজ্য সভাপতি হবার দৌঁড়ে এবার মহিলাদের গুরুত্ব কি বেশি দেবে দল?… এবার কি মহিলা কাউকে রাজ্য সভাপতি করে দলকে সামনে থেকে পরিচালনার ব্যাপারে চিন্তা ভাবনা করছে শীর্ষ নেতৃত্ব?… জল্পনায় কিন্তু এখন এই দুটি নাম সবচেয়ে বেশি চর্চায় রয়েছে। লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। মহিলা মোর্চার সভা নেত্রী পদে দুজনেই কাজ করেছেন।
দুজনেরই অবস্থান বিক্ষোভ হোক,বা কোথাও কোনো ঘটনা ঘটলে ছুটে যাওয়া হোক বা সঙ্গে সঙ্গে গিয়ে অবস্থান বা থানা ঘেরাও হোক সবকিছুতেই পারদর্শিতা রয়েছে। সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা দুজনের মধ্যেই রয়েছে।তাই এবার দল কি মহিলা রাজ্য সভাপতি বেছে নেবে?… এতদিন পর্যন্ত সুকুমার বোস, তথাগত রায় , দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সুকান্ত মজুমদাররা দলের দায়িত্ব সামলেছেন রাজ্য সভাপতি হিসাবে।এবার মহিলা মুখ দিয়ে নারী সশক্তিকরণ ঘটিয়ে বা বিজেপির সংগঠনে নারী শক্তির উন্মেষ ঘটিয়ে অন্য কোন নয়া কৌশল তৈরি করতে চলেছে বিজেপি?… জল্পনা কিন্তু বাড়ছে রাজনৈতিক মহলে।তবে যদি মহিলা রাজ্য সভাপতি করা হয় ,তবে খুব একটা খারাপ হবে না বলে মনে করছে দলের একটা বড় অংশ। ফলে অগ্নিমিত্রা না লকেট ?.. কোন দিকে যেতে চলেছে দলের সিদ্ধান্ত।যদি সত্যিই মহিলা রাজ্য সভাপতি করা হয় তাহলে কি ভাবে রণকৌশল সাজানো হচ্ছে তা নিয়েও জোড় চর্চা চলছে এখন দলের মধ্যেই।
আরও পড়ুন : কেন্দ্রের প্রশ্নফাঁস বিরোধী আইন