নাজিয়া রহমান, সাংবাদিক: সর্বভারতীয় দুই প্রবেশিকা পরীক্ষায় কেলেঙ্কারির মধ্যেই প্রশ্ন ফাঁস বিরোধী আইন কার্যকর করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার থেকে নতুন এই আইন কার্যকর করা হয়েছে। যার নাম পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট টু থাউজ্যান্ড টোয়েন্টি ফোর। এই আইনে দোষীদের বিরুদ্ধে জেল ও জরিমানার কড়া শাস্তির বিধান রয়েছে।
সর্বভারতীয় একাধিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ। অভিযোগের ভিত্তিতে বাতিল বা স্থগিত হচ্ছে পরীক্ষা। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে দুর্নীতির অভিযোগের মাঝেই বাতিল করা হল ইউজিসি নেট। অস্বচ্ছতার অভিযোগ উঠেছে এই পরীক্ষায়। এরপরই স্থগিত হয়ে যায় পরীক্ষা। সিএসআইআর-নেটের পর এবার স্থগিত বিহার টেট। একের পর এক পরীক্ষাকে ঘিরে একাধিক অভিযোগ। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর। উচ্চ শিক্ষার উপরে এক বড় আঘাত বলে মত শিক্ষকমহলের একাংশের। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় নেমেছে বিরোধী দলগুলি। প্রশ্ন উঠছে সর্বভারতীয় ভরের পরীক্ষার নিয়ামক সংস্থা এনটিএ-র ভূমিকা নিয়ে।
বিতর্কের মধ্যেই শুক্রবার প্রশ্নফাঁস নিয়ে কড়া আইন কার্যকর করেছে কেন্দ্র। প্রশ্নফাঁস এবং পরীক্ষা জালিয়াতি রুখতে নয়া আইনের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে এই আইন পাশ করেছিল কেন্দ্র। নয়া আইন অনুযায়ী যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কড়া শাস্তির বিধান হয়েছে। যেমন,কোনও ব্যক্তি প্রশ্নফাঁস করতে গিয়ে ধরা পড়লে ন্যূনতম ৩ বছর ও সর্বাধিক ৫ বছর জেল হতে পারে।সেই সঙ্গে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। পাশাপাপাশি কোনও নিয়ামক সংস্থা বা পরীক্ষা আয়োজক সংস্থা সব কিছু জানার পরেও রিপোর্ট না করলে সংস্থার ১ কোটি টাকা জরিমানা হতে পারে। আবার বিভাগীয় তদন্তের সময় কেউ যদি অপরাধের সঙ্গে যুক্ত থাকে তা হলে তার বা তাদের ৩ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।সেই সঙ্গে হতে ১ কোটি টাকা জরিমানাও হতে পারে।এছাড়া পরীক্ষার আয়োজক সংস্থা যুক্ত থাকলে ৫ থেকে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে সেই সঙ্গে ১ কোটি টাকা জরিমানা হতে পারে ওই সংস্থার।
অন্যদিকে, পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে সাত সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ২ মাসের মধ্যে সেই কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী এনটিএ-র কাঠামো, পরীক্ষা আয়োজনের পদ্ধতি শুধরে নেওয়া হবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন : জগন্নাথদেবের স্নানযাত্রার গুরুত্ব