নাজিয়া রহমান, সাংবাদিক: এবার একটাই রিপোর্ট কার্ডেই থাকবে প্রথম থেকে অষ্টম শ্রেণির পরীক্ষার ফল। রিপোর্ট কার্ডের নাম ‘হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট ‘। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি কতটা আগ্রহ এবং অগ্রগতি কতটা হচ্ছে এই রিপোর্ট কার্ডের মাধ্যমে বোঝা যাবে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই রিপোর্ট কার্ডের মাধ্যমে রেজাল্ট আপডেট দেওয়া হবে এমনটাই চিন্তাভাবনা শিক্ষা দপ্তরের। সেই নিয়েই শুরু হয়েছে কাজ। কাজেই এই রিপোর্ট কার্ড বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে শিক্ষার্থীদের কাছে এমনটাই মত শিক্ষক মহলের।
প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোন ক্লাসে কত নম্বর একটা রিপোর্ট কার্ডেই তার উল্লেখ থাকবে। এক্ষেত্রে পড়ুয়ারা পড়াশুনার প্রতি কতটা আগ্রহ, তাদের পড়াশোনায় উন্নতি হচ্ছে কিনা সবই পরিষ্কার থাকবে। প্রতিটি ক্লাসের শিক্ষার্থীরা কোন বিষয়ে কত নম্বর পাচ্ছে তা উল্লেখ থাকবে এই রিপোর্ট কার্ডে। এতে শিক্ষার্থীদের আখেরে লাভ হবে বলেই মত শিক্ষক শিক্ষিকাদের। এছাড়া এই রিপোর্ট কার্ড এর মাধ্যমে কোনও ছাত্র বা ছাত্রী কোন বিষয়ে দুর্বল কোন বিষয়ে পারদর্শী তাও স্পষ্ট থাকবে। তবে শিক্ষক মহলের একাংশের বক্তব্য রাজ্যের একাধিক সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কাঠামোর অভাব যেমন রয়েছে তেমনি শিক্ষকের খামতি আছে। তাই সেই পরিকাঠামো সর্বপ্রথম ঠিক করা দরকার বলেই মত তাদের। পাশাপাশি এই নয়া উদ্যোগকেও স্বাগত জানাচ্ছেন তারা এটা কতটা বাস্তবায়িত হবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে তাদের।
আরও পড়ুন : দিকে দিকে হকার উচ্ছেদ। এই আবহে ফের বৈঠক মুখ্যমন্ত্রীর