রাত পোহালেই সারা দেশের সঙ্গে রাজ্যের ৪২ আসনের ভোট গণনা। রাজ্য জুড়ে মোট ৫৫ টি গণনা কেন্দ্রে প্রদত্ত ভোটের গণনা করা হবে। এই ৫৫ টি গণনা কেন্দ্রের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। গণনা কেন্দ্রের একদম প্রথম ভাগে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এই এলাকায় নির্দিষ্ট কারণ ব্যতিরেকে কোনো রাজ্য পুলিশ কর্মি ঢুকতে পারবেন না। পরের দুই ধাপে থাকবে রাজ্য পুলিশ। নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া কাউকেই গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না।এই বিষয়ে কমিশন যথেষ্টই কড়া। সব মিলিয়ে রাজ্যের ৫৫ টি গণনা কেন্দ্রের সুরক্ষায় থাকছে ১০০ কোম্পানি কেন্দ্রিয় বাহিনী।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- এবারের নির্বাচনে প্রথম থেকেই রাজ্যের জন্য নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছিলো নির্বাচন কমিশন। সাত দফার নির্বাচনের প্রতি দফাতেই রেকর্ড সংখ্যক কেন্দ্রিয় বাহিনী দিয়ে ভোট করানো হয়েছে। এমনকি সপ্তম দফায় তো সবমিলিয়ে ১০২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিলো গত শনিবার।ফলে গত প্রায় ২৫/৩০ বছরের মধ্যে এই প্রথম এমন ভোট দেখলো রাজ্যবাসী যখন ভোটের দিন একটাও প্রাণহানির ঘটনা ঘটে নি। গণনার দিনটাও যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় তারজন্য দফায় দফায় বৈঠক সেরেছে নির্বাচন কমিশন। তারপর গণনা কেন্দ্রের যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তাতে সবচেয়ে বেশি ১৪ কোম্পানি কেন্দ্রিয় বাহিনী থাকছে কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায়। রায়গঞ্জ পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, দার্জিলিং জেলা, কালিম্পং জেলা ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ১ কোম্পানি করে বাহিনী থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জঙ্গিপুর পুলিশ জেলা, আসানসোল পুলিশ কমিশনারেট, কৃষ্ণনগর পুলিশ জেলা, রানাঘাট পুলিশ জেলা, বারাসত পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, বনগাঁ পুলিশ জেলা, হুগলি গ্রামীণ, হাওড়া, হাওড়া গ্রামীণ এলাকা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর পুলিশ জেলা ও সুন্দরবন পুলিশ জেলায় ২ কোম্পানি করে কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া মালদহ, বীরভূম, পুর্ব বর্ধমান, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকা, চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকা, পশ্চিম মেদিনীপুর ও পুর্ব মেদিনীপুর জেলার গণনা কেন্দ্রে থাকছে ৪ কোম্পানি করে কেন্দ্রিয় বাহিনী। ৫ কোম্পানি কেন্দ্রিয় বাহিনী থাকছে মুর্শিদাবাদ জেলায় ও ৮ কোম্পানি কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করা হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার জন্য। গণনা কেন্দ্রের একেবারে কোর এরিয়ার জন্য এই বিশাল সংখ্যক কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করার মাধ্যমে কমিশন চাইছে যাতে গণনা কেন্দ্রের ভিতরে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা। কোথায় থাকছে কত বাহিনী