India vs South Africa in Final of ICC Men’s T20 World Cup 2024: আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) যে প্লেয়িং কন্ডিশন তৈরি করেছে তাতে সব রকম সম্ভাবনার কথাই বলা রয়েছে। আর সেই সম্ভাবনা বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যদি বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে খেলা শেষ করা সম্ভব না হয় তা হলে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) এই বিশ্বকাপে জয়ী বলে ঘোষণা করা হবে।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- অবাক হচ্ছেন। অবাক হওয়ার কিছু নেই। আইসিসি (ICC) যা নিয়ম করছে তাতে শনিবার ও রবিবার, দুই দিনই বৃষ্টির কারণে খেলা শেষ করা না গেলে দুই দলকেই যুগ্ম জয়ী হিসাবে ঘোষণা করা হবে। ফলে সম্পুর্ন ম্যাচ না খেলেই প্রথম বারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা (South Africa)। হ্যাঁ, ভারতের (India) সঙ্গে যুগ্মভাবে জয়ী হলেও তো বিশ্বকাপ জয়ী বলা হবে তাদের। ইতিহাসে লেখা থাকবে দক্ষিণ আফ্রিকা (South Africa) প্রথম বিশ্বকাপ জিতেছিলো ২০২৪ এ টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)।
আরও পড়ুন ঃ- T20 World Cup : টি টোয়েন্টি ফাইনালে বৃষ্টির ভ্রুকুটি। খেলা না হলে জিতবে কে ?
শনিবার ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনের (Bridgetown) আবহাওয়া যা তাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। তবে এদিনের খেলা একেবারে ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি না ও হতে পারে। ব্রিজটাউনের কেনসিংটন ওভালের মাঠের জল নিকাশি ব্যবস্থা অন্তত গায়ানার মাঠের থেকে ভালো। ফলে বৃষ্টির পর ঘন্টাখানেক সময় পেলেই মাঠ আবার খেলার কন্ডিশনে চলে আসবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু যদি শনিবার কোনোভাবেই খেলা চালানো সম্ভব না হয় তাহলে পরের দিন অর্থাৎ রবিবার রিজার্ভ ডে তে খেলা হবে।
কিন্তু যদি রিজার্ভ ডে তেও বৃষ্টির কারণে খেলা ধুয়ে যায়, তাহলে না খেলেও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। ভারতের সঙ্গে যুগ্মভাবে জয়ী হলেও তো জয়ী।