রাজ্য সরকারি কর্মিদের জন্য খুশির খবর। সরকারি কাজ হোক বা ঘুরতে যাওয়া বা রাজ্য সরকারি কর্মিদের লিভ ট্রাভেল কনসেশন এ আরো আর্থিক সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিল নবান্ন। এবার থেকে ট্রেন বা বিমান ভাড়া ছাড়া বাড়ি থেকে রেলওয়ে স্টেশন বা বিমানবন্দর পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে ট্যাক্সি ভাড়াও তারা পাবেন। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিভাগীয় নির্দেশিকা জারি করেছে রাজ্য অর্থ দফতর।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের কর্মজীবনে বিদেশ ভ্রমনের জন্য সরকারের (রাজ্য সরকার) থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এক্ষেত্রে বাড়ি থেকে নির্দিষ্ট রেলওয়ে স্টেশন বা বিমানবন্দরে পৌঁছানোর ক্ষেত্রে অনেক সময়েই তাদের গাড়ি ভাড়া করতে হয়। এর পাশাপাশি সরকারি কাজেও অনেক সময় নির্দিষ্ট রেল স্টেশন বা বিমানবন্দরে তাদের পৌঁছাতে হয়। অনেক সময়েই সরকারের বিভিন্ন দফতর থেকে অর্থ দফতরের কাছে আভিযোগ বা আবেদন এসেছে যে গাড়ি ভাড়াতে তাদের অনেক টাকা বেরিয়ে যায়। বিভিন্ন দফতর থেকে আসা এইসব আবেদন খতিয়ে দেখার পর সরকারের মনে হয়েছে এর সারবত্তা রয়েছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে এইসব ক্ষেত্রে সরকারি কর্মিদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন বা বিমানবন্দরে পৌঁছানোর জন্য বা রেলওয়ে স্টেশন অথবা বিমানবন্দর থেকে বাড়িতে পৌঁছানোর ক্ষেত্রে ট্যাক্সি ভাড়া করা হলে, সেই ভাড়াও মিটিয়ে দেবে সরকার।
তবে এক্ষেত্রে সর্বোচ্চ ১৬ টাকা প্রতি কিলোমিটার হিসাবে টাকা তাদের দেওয়া হবে। এবং অবশ্যই নির্দিষ্ট প্রামাণ্য তথ্য জমা দেওয়ার পরই এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছে অর্থ দফতর। এরফলে রাজ্য সরকারী কর্মিদের বেশ কিছুটা সুরাহা হবে বলেই মত। তবে নবান্নের খবর, ডিএ সহ একাধিক ইস্যুতে সরকার বিরোধী আবহের মাঝেও ভোটে সরকারের পাশে থাকার জন্য সরকারি কর্মিদের জন্য আগামি দিনে আরও কিছু ঘোষণা করা হতে পারে।
আরও পড়ুন : সরকারি জমি জবরদখল করে রাখার দিন শেষ। ক্ষুব্ধ মমতা গড়লেন কমিটি