Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন। মুখ্যমন্ত্রীর ইস্তফার পর মণিপুরে রাষ্ট্রপতি শাসন। কয়েক আগেই ইস্তফা দেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ৯ ফেব্রুয়ারি ইস্তফা দেন বীরেন সিং।
  • তাইওয়ান প্রণালীতে দু’টি যুদ্ধজাহাজ পাঠালেন ডোনাল্ড ট্রাম্প। শি জিনপিং সরকারের অভিযোগ, এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা বাড়বে।
  • আফগানিস্তানের আবাসন মন্ত্রকের দফতরে আত্মঘাতী হামলা। নিহত ১, আহত অনেকে। হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
  • কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজ্যকে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। স্বরাষ্ট্র দফতরকে একটি টিম গঠনেরও নির্দেশ। নিরাপত্তা সংক্রান্ত আলোচনার পর খসড়া নোটিস তৈরি করবে টিম। সেই অনুযায়ী প্রিন্সিপাল সেক্রেটারি পদক্ষেপ করবেন।
  • ৩২ নম্বর ধানমন্ডির পরে বিদ্রোহীদের নজরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। যেখানে রয়েছে শেখ মুজিবুর রহমানের সমাধিভবন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলামি এবং জামায়াতে ইসলামির দাবি সমাধিভবনটি গুড়িয়ে দিলে বাংলাদেশে মুক্তিযুদ্ধপন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব হবে।
  • হাসিনা-পরবর্তী বাংলাদেশ নিয়েও উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের। শান্তি ফেরাতে পাঁচ দফা সংস্কারের সুপারিশ। পাঁচ দফা সুপারিশ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার কমিশনের তরফে।
  • মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন কোনও কর্মীকে ছাঁটাই করা যাবে না। পঞ্জাব সরকারকে নির্দেশ পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের। আদালতের পর্যবেক্ষণ, কোনও কর্মীর মাতৃত্বকালীন ছুটি অনুমোদিত হয়ে গেলে, তাঁকে ছাঁটাই করার জন্য সেই ছুটিতে প্রভাব ফেলা যায় না। ছুটি শেষের পরে প্রয়োজনে তাঁকে ছাঁটাই করা যেতে পারে। মামলাকারী মহিলার বকেয়া বেতন মিটিয়ে দেওয়ারও নির্দেশ পঞ্জাব সরকারকে।
  • ‘বিজেপি মিথ্যা প্রচারে ওস্তাদ’। ‘কিন্তু আপ পাল্টা কাউন্টার করতে পারেনি।’ সে কারণেই ২৭ বছর পরে দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি।
  • রাজ্যসভায় পেশ হল জেপিসির রিপোর্ট-সহ ওয়াকফ বিলের সংশোধিত খসড়া। জেপিসির সদস্য তথা বিজেপি সাংসদ মেধা বিশরাম কুলকার্নি রিপোর্টটি পেশ করেন। অভিযোগ উঠল বিরোধী সাংসদদের কণ্ঠরোধেরও।
  • মুর্শিদাবাদের বড়ঞার দায়িত্ব পেলেন অনুব্রত মণ্ডল। তাঁকে দায়িত্ব দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত এই দায়িত্বে থাকবেন অনুব্রত মণ্ডল।
  • নাম বদলালো মেক্সিকো উপসাগরের। ট্রাম্পের নির্দেশে নাম বদলেছে গুগল কর্তৃপক্ষ। ‘গালফ অব মেক্সিকো’র পরিবর্তে গুগল মানচিত্রে সেটি চিহ্নিত হয়েছে ‘গালফ অব আমেরিকা’ নামে।
  • কংগ্রেসে ফিরলেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ‘কংগ্রস ছেড়ে যাইনি’। ‘কংগ্রেস থেকে লিভ নিয়েছিলাম’। ‘অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম’। কংগ্রেস ছাড়া ভারতে জাতি-ধর্ম নির্বিশেষে চলা কঠিন। ফের কংগ্রেসে যোগদান করে প্রতিক্রিয়া অভিজিৎ মুখোপাধ্যায়ের।
  • ভারতীয় সেনাকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগ। রাহুল গান্ধীকে সমন পাঠাল লখনউয়ের MPMLA আদালত। ২৪ মার্চ হাজিরার নির্দেশ কংগ্রেস সাংসদকে।
  • ছুটি বৃদ্ধি পেল রাজ্য সরকারি কর্মচারীদের। শবেবরাত ও পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী মিলিয়ে ১৪ ফেব্রুয়ারি ছুটি ছিল। নতুন নির্দেশিকা অনুযায়ী, শবেবরাতের ছুটি থাকছে ১৩ ফেব্রুয়ারি। পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর ছুটি থাকছে ১৪ ফেব্রুয়ারি। 
  • বন্দি ইজরায়েলিদের ছাড়তে হবে শনিবার। নচেৎ স্থগিত হয়ে যাবে যুদ্ধবিরতি। হামাসকে হুঁশিয়ারি দিয়ে কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের।
  • রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি। কিন্তু বিধানসভায় উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার আইনি সংস্থান নেই। জানানো হয় বিধানসভার সচিবালয়ের তরফে। উপরাষ্ট্রপতির ইচ্ছাকে মান্যতা দিতে প্রথম দফার বাজেট অধিবেশনের শেষে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। কবে সেই অধিবেশন , তা এখনও স্পষ্ট নয়।
  • New Date  
  • New Time  
রাজ্যের

4
June 2024

দলবদলু-দের শিক্ষা দিলো রাজ্য। শাসক বিরোধী দুই দলের প্রার্থীরাই হারলেন

এবারের লোকসভা নির্বাচনে রাজ্য ও কেন্দ্রের শাসকদল এমন পাঁচ জনকে প্রার্থী করেছিলো যারা এই মাস কয়েক আগেও অন্য দলের নেতা, সাংসদ বা বিধায়ক ছিলেন। ভোট ঘোষণার আগে বা অব্যবহিত পরে তাঁরা দল বদলে অন্য দলে যোগ দেন ও নির্বাচনে প্রার্থী হন। মঙ্গলবার ভোটের ফল ঘোষণার দিন দেখা যাচ্ছে তাঁরা সকলেই নিজের নিজের কেন্দ্রে হেরেছেন বা অনেক ভোটে পিছিয়ে রয়েছেন।

সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- নীতিহীন দল বদল রাজ্যের মানুষ সম্ভবতঃ ঠিক পছন্দ করছে না। তাই তিনি রাজ্যের শাসক দলের প্রার্থী হোন বা কেন্দ্রের, তাঁকে হারিয়ে একটা শিক্ষা রাজনৈতিক দলগুলোকে দিলো রাজ্যের জন-গণদেবতা।

রানাঘাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জেতা মুকুট মনি অধিকারী। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই একেবারে লোকসভা নির্বাচনে টিকিট পেয়েছিলেন। কিন্তু ভোটের ফল বের হ‌ওয়ার দিন দেখা গেল রানাঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের থেকে ৮৮,৭১৬ ভোটে পিছিয়ে রয়েছেন। আবার বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ও বিজেপির টিকিটে বিধানসভায় জেতার পর পুরানো দল তৃণমূলে ফিরে এসেছিলেন। মুকুট মনির মতো তিনিও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভায় জোড়া ফুলের প্রার্থী হয়েছিলেন। সেই বিশ্বজিৎ দাস‌ এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত ৬৪,২০০ ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপির বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুরের থেকে। রায়গঞ্জ কেন্দ্রের কৃষ্ণ কল্যানী বছর খানেক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যান।

ভোটে প্রার্থী হ‌ওয়ার পর বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন। সেই কৃষ্ণ কল্যানীও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের থেকে ৪৩,৩২৩ ভোটে পিছিয়ে রয়েছেন। এই ব্যবধান কমানো আর সম্ভব নয় বলেই মনে করছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

এ তো গেলো বিজেপি ছেড়ে তৃণমূলে আসা দলবদলু-দের কথা। উল্টোদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েও সুবিধা করতে পারেনি দুই সাবেক তৃণমূল সাংসদ ও বিধায়ক। তারমধ্যে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ২০১৯ এর মতো ২০২৪ এও ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে টিকিট পেয়েছিলেন। তবে ২০১৯ এ তিনি জিততে পারলেও এবার জোড়া ফুলের প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের কাছে প্রায় ৬০ হাজারের বেশি ভোটে হার মানতে হলো। এদিন হেরে যাওয়ার পর তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কি কারণে তাঁর এই পরাজয় সেটা এখনও খতিয়ে দেখার সুযোগ পান নি। তবে এদিন গণনা কেন্দ্রের সামনে তাঁকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ‘পল্টুরাম’ বলে কটাক্ষ শানিয়েছে। সবশেষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন উত্তর কলকাতার পোড় খাওয়া নেতা ও বরাহনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক তাপস রায়। তাঁকেই উত্তর কলকাতায় প্রার্থী করেছিলো পদ্ম শিবির। সেই তাপস রায় ও তাঁর ঘোর শত্রু তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এর কাছে প্রায় হারতে চলেছেন। এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত কলকাতা উত্তর কেন্দ্রে তাপস রায় ৪৬,৫২০ ভোটে পিছিয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে। এক্ষেত্রেও পদ্ম প্রার্থী যে হারতে চলেছেন তা এক প্রকার নিশ্চিত। ফলে এক কথায় বলা যায় রাজ্যের পাঁচ আসনের পাঁচ দলবদলু প্রার্থীকে রাজ্যের জনগন বর্জন করে রাজনৈতিক দলগুলোকে একটা বার্তা দিলো।

আরও পড়ুন : অমিত শাহকে তাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জিতবে কে !

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​