সাংবাদিক: সুচারু মিত্র: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্ত্রী হলেন,আর মন্ত্রী হবার পরেই রাজ্য সভাপতি পদ নিয়ে জল্পনা, কারণ বিজেপির নীতি অনুযায়ী ‘এক নীতি, এক পদ’। আর এই নীতির দিকে তাকালে খুব দ্রুত রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে সুকান্ত মজুমদারকে এমনটাই কিন্তু নিয়ম বলছে। আর তাই তার জায়গায় কে হবেন রাজ্য সভাপতি তা নিয়ে চর্চায় একাধিক নাম। এই মুহূর্তে চর্চায় রয়েছে প্রায় ৪ থেকে ৫টি নাম যারা রাজ্য সভাপতি হবার দাবিদার দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন।এর মধ্যেই প্রথমেই উঠে আসছে দিলীপ ঘোষের নাম, দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতি করবার জন্য ইতিমধ্যেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পক্ষ থেকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে।তাতে তারা দিলীপকে আবার রাজ্য সভাপতি দেখতে চান।তালিকায় রয়েছে লকেট চট্টোপাধ্যায়ের নামও । লকেট মহিলা মোর্চার সভা নেত্রী হিসাবে কাজ করেছেন, হুগলির প্রাক্তন সাংসদ, সাংগঠনিক ক্ষমতা তার রয়েছে, দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন।সে কারণেই তাকে রাজ্য সভাপতি করার একটা জল্পনা রয়েছে। চর্চায় রয়েছে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামও।এই মুহূর্তে দলের সাধারণ সম্পাদক অত্যন্ত ঠান্ডা মাথার জগন্নাথ বাবু, সাংগঠনিক দক্ষতা যথেষ্টই রয়েছে, সে কারণে তাকেও রাজ্য সভাপতি করার একটা প্রবল সম্ভাবনা। সম্ভাবনার তালিকাতে রয়েছেন আরও একজন তিনি হলেন শমীক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভার সাংসদ বাগ্মী নেতা, দীর্ঘ সময় দলটা করছেন সেই পুরনো বিজেপির আমল থেকে,ফলে তিনিও রয়েছেন এই জল্পনার তালিকাতে। তবে শেষমেশ নেতৃত্ব কাকে বসিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চায় সেটাই দেখার। বাংলায় এবার বিজেপির ফলাফল খুব একটা ভালো হয়নি।এই পরিস্থিতিতে কে ধরবেন বঙ্গ বিজেপির হাল? কে হবেন রাজ্য সভাপতি? চর্চায় এখন ঘুরছে এই ৪ থেকে ৫ টি নাম।
আরও পড়ুন : মোদির শপথে জঙ্গি হামলা উপত্যকায়