রিয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। বৃষ্টি হতেই জল বেড়েছে কুনুরে। আর তারপরই দেখা মিলল বিরল ছবির।জলে স্রোতের তীব্রতায় জমেছে ফেনা। দেখে মনে হচ্ছে কুনুর নদী এখন যেন ফেনার পাহাড়। এই বিরল দৃশ্য দেখা গেল দুর্গাপুরের বিজড়া থেকে ধ্বনি যাওয়ার পথে কুনুর নদীতে। এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন যাত্রীরা। কিছুক্ষণের মধ্যে যাতায়াতকারী বহু মানুষও ভিড় জমান তা দেখতে। ভিড় দেখে মন হচ্ছে যেন অবাককাণ্ড ঘটে গেছে।স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত কুণ্ডুর দাবি, দুর্গাপুর ফরিদপুর ব্লকের কুনুর নদীর পাশেই রয়েছে বেসরকারি মিথেন গ্যাস উত্তোলককারী সংস্থার কারখানা।
সেই সংস্থার বর্জ্য মিশ্রিত দূষিত জল কুনুর নদীতে পড়েছে। তা থেকেই দূষণ গ্রাস করেছে কুনুর নদীকে। তবে এই রকম ফেনার রূপ আগে কখনও দেখা যায়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই ফেনা দেখেতে যেমন মজা লাগছে তেমনই এই ছবি দেখে বিপদের আঁচ করছেন স্থানীয়রা। কুনুর নদীর জলে মিশছে বিষ। এই দূষিত জল চাষের জমিতে পড়লে যেমন ক্ষতি হবে তেমনই ক্ষতির মুখে পড়বে মাছ চাষীরা। যদিও এই বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফে। প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সীতারাম রুইদাস জানান, এই ধরনের দৃশ্য আগে কোনোদিন দেখা যায়নি। জল পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন তিনিও।গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে চলছে দুর্যোগ। তার তুলনায় কম বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। এই ছিটেফোঁটা বৃষ্টিতেই যদি
এই দশা হয় তাহলে অতিবৃষ্টিতে কুনুর নদীর কী ছবি ধরা প়ড়বে তা ভাবাচ্ছে স্থানীয়দের।যে হারে কুনুর নদীতে মিশছে বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার বর্জ্য তাতে করে দূষণ থেকে নদীকে বাঁচানো বেশ দায় হয়ে উঠেছে। আর এখন কুনুর নদীকে বাঁচাতে প্রশাসন কি ব্যবস্থা নেয় তার দিকেই তাকিয়ে দুর্গাপুরবাসী।
আরও পড়ুন : বিজেপির হাল হকিকত বুঝতে বঙ্গ সফরে রাজনাথ