সাংবাদিক : সুচারু মিত্র লোকসভা নির্বাচনে ( Lok Sabha Election 2024) বঙ্গ বিজেপির বিপর্যয়। ১৮ টা থেকে সংসদ সংখ্যা কমে গিয়ে এখন দাঁড়িয়েছে ১২ তে। আর এমন পরিস্থিতিতে বিপর্যয়ের কারণ খুঁজতে নামছে বিজেপি (BJP)। আর তার জন্য রাজ্য কর্ম সমিতির বৈঠককেই আলোচনার জায়গা হিসেবে বেছে নেওয়া হচ্ছে। ১৭ ই জুলাই সাইন্স সিটি অডিটোরিয়ামে হতে চলেছে এই বৈঠক। সুনীল বানসাল, মঙ্গল পান্ডে তো বটেই কেন্দ্রীয় পর্যবেক্ষক ছাড়াও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বও উপস্থিত থাকছেন। কিন্তু এরই মাঝে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বাংলায় বিজেপির হাল হাকিকত বুঝতে ১৭ তারিখে রাজ্য কর্ম সমিতির বৈঠকে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সাইন্স সিটির বৈঠকে রাজনাথ সিং উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে।
বাংলায় সংগঠনের কি অবস্থা? কিভাবে ঘুরে দাঁড়াতে হবে?.. কিভাবে ২৬ এর বিধানসভা ভোটের জন্য আবার লড়াই করতে হবে?.. রণ কৌশল কি হবে?… যে জায়গায় সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটাকে মেরামত করে বুথ ভিত্তিক সংগঠনে কিভাবে জোড় দেওয়া যাবে?.. সেইসব রণ কৌশল বাতলে দিতেই আসছেন রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর এই বঙ্গ সফরকে ঘিরেই ইতিমধ্যে বিজেপিও সতর্ক। নির্বাচনের সময় অনেক ফুলিয়ে ফাপিয়ে রিপোর্ট দেয়া হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বকে। কিন্তু দেখা গেছে আদতে বিভিন্ন জায়গায় বুথ ভিত্তিক সংগঠনই ছিল না। আর তার জন্য এই ব্যর্থতা একটা বড় কারণ। আর এই সমস্ত পরিস্থিতিকেই সামনে রেখেই রাজ্য কর্ম সমিতির বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারেন রাজনাথ সিং এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্য কর্ম সমিতির বৈঠকের পরেই জানা যাচ্ছে রাজ্য বিজেপিতে বিশেষ করে জেলায় জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদলের সম্ভাবনা এমনকি রাজ্য সভাপতি পদে ও রদবদল খুব দ্রুতই হবে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে।
আরও পড়ুন : ছেলের সব কিছু নিয়ে চলে গিয়েছেন স্মৃতি! কেন বললেন প্রয়াত অংশুমানের মা-বাবা?