পিছিয়ে গেল নিট ইউজি (NEET UG) এর কাউন্সেলিং। ৬ জুলাই শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল কাউন্সেলিং। তবে এদিনই এনটিএ-র তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য কাউন্সেলিং পিছিয়ে দেওয়া হল। দ্রুতই জানানো হবে পরবর্তী তারিখ।
নাজিয়া রহমান, সাংবাদিক: পিছিয়ে গেল নিট ইউজি এর কাউন্সেলিং। ৬ জুলাই শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল কাউন্সেলিং। তবে এদিনই এনটিএ-র তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য কাউন্সেলিং পিছিয়ে দেওয়া হল। দ্রুতই জানানো হবে পরবর্তী তারিখ। আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র (NTA) তরফে এর আগে সুপ্রিম কোর্টকে জানানো ৬ জুলাই কাউন্সেলিং এর কোনও সমস্যা নেই। তবুও পিছিয়ে গেল কাউন্সেলিং। সোমবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি। তারপরই হতে পারে কাউন্সেলিং বলে মত শিক্ষকমহলে অনেকের।
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-র ফল প্রকাশের (NEET Result Out) পর থেকেই শুরু হয় বিতর্ক। একদিকে যেমন গ্রেস মার্কসের জোরে ৬৭ জন প্রথম স্থানাধিকারীদের নিয়ে বিতর্ক হয়, তেমনই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিও সামনে আসে। সর্বভারতীয় পরীক্ষাগুলির মধ্যে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা নিট। এই পরীক্ষা বাতিলের দাবিতে গোটা দেশ উত্তাল হলেও, এনটিএ এবং কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় কোনওভাবেই নিট পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হবে না। তবে গ্রেস মার্কস বিষয়টি মেনে নিয়ে ২৩ জুন প্রায় দেড় হাজার পরীক্ষার্থী ফের নিট দেয়। ৩০ জুন সেই পরীক্ষার ফলপ্রকাশ হয়। শনিবার সামগ্রিকভাবে কাউন্সেলিং শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেল। পরবর্তী কাউন্সেলিং এর তারিখ দ্রুত জানানও হবে বলে জানা গেছে।
আরও পড়ুন : দুই সোরেনের মাঝে কুর্সি বদল