ইস্তফা দিলেও এখনও গ্রহণ হয়নি সেই ইস্তফা, পূজা বিতর্ক নাকি আধ্যাত্মিক কাজে সময় দিতে চান মনোজ সোনি ইউপিএসসির চেয়ারম্যানের ইস্তফা নিয়ে উঠছে প্রশ্ন।
সহেলী দত্ত, প্রতিনিধি : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মনোজ সোনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যে। সূত্রের খবর, ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন মনোজ সোনি। অনেকে মনে করছেন চেয়ারম্যান মনোজ সোনি পদত্যাগের পিছনে অন্যতম কারণ আইএএস অফিসার পূজা খেড়কের ঘটনা। তবে নিয়মানুযায়ী, রাষ্ট্রপতিকে চিঠি লেখা হলেও তা প্রধানমন্ত্রীর দফতরের অধীনে থাকা ডিপার্টমেন্ট অব পার্সোনাল অ্যান্ড ট্রেনিং গোটা বিষয়টি খতিয়ে দেখবে। তবে এখনও মনোজ সোনির পদত্যাগ পত্র নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
তবে সোনির ঘনিষ্ঠ মহলের দাবি পূজার ঘটনার সঙ্গে চেয়ারম্যানের পদত্যাগের কোনও সম্পর্ক নেই। তিনি আগেও পদত্যাগের কথা বলেছিলেন। তিনি বলেছেন, তিনি সামাজিক এবং আধ্যাত্মিক কাজে সময় দিতে চান। সূত্রের খবর, গুজরাটের স্বামী নারায়ণ সম্প্রদায়ের অন্যতম শাখা ‘অনুপম মিশন’ –এ যোগ দেবেন মনোজ সোনি। সেই কারণেই চাকরির মেয়াদ শেষের আগেই ইস্তফা দিয়েছেন তিনি। যদিও সরকারিভাবে এই বিষয়ে কিছুই জানান হয়নি।
২০০৫ সালে গুজরাটের ভাদোদরার এমএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন মনোজ সোনি। মাত্র ৪০ বছর বয়সে দেশের সর্ব কনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্বভার সামলেছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সোনি। তিনি ২০২৩ এর ১৬ মে ইউপিএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব নেন। তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৯ এর মে। তবে মেয়াদ উত্তীর্ণর ৫ বছর আগেই ইস্তফা দিলেন মনোজ সোনি। ২০১৭-য় এই কমিশনের সদস্য হয়েছিলেন তিনি।
সম্প্রতি প্রশিক্ষণ প্রাপ্ত আইএএস অফিসার পূজা খেড়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় প্রশ্নের মুখে পড়েছে ইউপিএসসি। অভিযোগ ভুয়ো মেডিক্যাল সার্টিফিকেট ও ভুয়ো ওবিসি সার্টিফিকেট জমা দিয়ে সিভিল সার্ভিসের পরীক্ষায় তিনি সুবিধা নিয়েছেন। ইতিমধ্যে এই ঘটনায় এফআইআর দায়ের করেছে ইউপিএসসি। সাধারণ মানুষ এই ঘটনার জন্য ইউপিএসসিকেই দায়ী করেছে। তবে সেই কারণেই কি পদত্যাগ মনোজ সোনির। সেই বিষয়ে বিতর্ক রয়েই যাচ্ছে।
আরও পড়ুন : লোকসভা নির্বাচনে কাজের পুরস্কার! পুলিশ কে কত কোটি দিচ্ছে রাজ্য ?