পৌষালী উকিল, প্রতিনিধি : লাল শাড়ি ও ভারি গয়নায় ঝলমল করছিলেন রুক্মিণী মৈত্র। যেন এখনই শট দিতে যাবেন বা ব়্যাম্পে হাঁটবেন। কিন্তু নাহ। সম্বিত ফিরতেই দেখা গেল রুক্মিণী হঠাৎ হাজির ক্রিকেটের বাইশ গজে। এরপর কোমরে আঁচল গুঁজে ব্যাট হাতে দেদার ছক্কা রুক্মিণীর। অপর পাড়ে কখনও উইকেট কিপার বা কখনও বোলার রইলেন দেব। কিন্তু এত সেজেগুজে হঠাত্ ক্রিকেট কেন খেলছেন রুক্মিণী? চলছিল RPL এর দ্বিতীয় সিজন।
RPL এর দ্বিতীয় সিজনে শাড়িতেই পিচে দাপিয়ে বেড়ালেন রুক্মিণী। ব্যাট হাতে একের পর এক ছক্কা মেরে চমকে দিলেন দেবকে। টলিপাড়ার কাপলদের মধ্যে অন্যতম দেব-রুক্মিণীর জুটি। সম্পর্কে থাকলেও কখনও তা নিয়ে টু শব্দটিও করেননি এই জুটি। তবে তাঁদের কেমিস্ট্রি সকলেরই খুব প্রিয়।
মাঝেমধ্যেই, আনন্দ করতে, একটু মজা করতে দেব সদলবলে বেড়িয়ে পড়েন ক্রিকেট খেলতে। সাধারণত সেখানে দর্শকের ভূমিকায় দেখায় যায় তাঁর বিশেষ বান্ধবী রুক্মিণীকে। নানা সময় সেসব ছবি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার তিনি না। বরং তাঁর বিশেষ বান্ধবী রুক্মিণী এবার ব্যাট হাতে মারলেন একের পর এক ছক্কা। বিশেষ বান্ধবীর এই কলাকারী দেখে চওড়া হাসি দেখা গেল দেবের গালে।
টলিউডে কি তবে RPL এর দ্বিতীয় সিজন শুরু হতে চলেছে? এমনটাই জানালেন অভিনেত্রী। রুক্মিণী, তাও নাকি আবার ব্যাটিং পিচে! র্যা ম্প ওয়াক করতে করতেই ব্যাটে বলে কয়েকটা ছয় মারলেন। দেবের হাসি দেখে কে? অভিনেত্রী যা করলেন, তাঁর একটি ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
রুক্মিণী এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, সবাইকে রুক্মিণী প্রিমিয়ার লিগের দ্বিতীয় সিজনে স্বাগত জানালাম। একটু প্রাকটিস করতে গিয়েছিলাম। কিন্তু শাড়ি পরে, তাই বলে আমি সরি না। এর আগেও রুক্মিণী তাঁর কীর্তি-কলাপে নেটিজেনদের মন জয় করেছেন।
কী দেখা গেল সেই ভিডিওতে?
অভিনেত্রী আর পাঁচজনের মত ক্রিকেটের পোশাক পরেননি। বরং শাড়ি পড়েই দেখিয়ে দিলেন খেলা কাকে বলে। দেব হাসবেন না আড় চোখে তাকাবেন সেটাই বুঝে উঠতে পারছিলেন না। একটা সময় তো, রুক্মিণীর হাত থেকে ব্যাট কেড়ে নিতেও চাইলেন দেব। কিন্তু ক্রিকেট যে একটু হলেও খেলতে পারেন, সেটা প্রমাণ করে দিলেন তিনি।
হাসির বিষয় এখানেই, রুক্মিণী যখন ব্যাট করছেন তখন দেব দাঁড়িয়ে রয়েছেন উইকেট কিপার হিসেবে। একসময় তো, রুক্মিণী শট মারলেন আর দেব ক্যাচ ধরে নিলেন। ঠিক বাচ্চারা যেমন আউট হওয়ার পরও ব্যাট রেখে দিতে চান না, রুক্মিণীও তাই করলেন। শাড়ি পড়েই, পিচ কাঁপিয়ে দিলেন তিনি। এদিকে দেবকে উইকেটের পেছনে দেখে হাসছেন ভক্তরা। কেউ বলছেন, ‘এমন ভাল কিপার আগে পাও নি রুক্মিণীদি’। আবার কারওর কথায়, ‘শাড়ি পরে ক্রিকেট?’
তবে যে যা বলে বলুক। দেব-রুক্মিণীর এই দুষ্টু-মিষ্টি প্রেমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মুগ্ধ করেছে বারবার।
আরও পড়ুন : শপথে এসেই খতম হামাস প্রধান, আঙুল ইজরায়েলের দিকে, তবে কি আরও বড় যুদ্ধ ?