গো মাংস পাচারকারীদের সাহায্য করছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-র এই অভিযোগের জবাব দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রিয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- গরু পাচারকারীদের (Beef Smuggler) সাহায্য করছেন কেন্দ্রিয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Santanu Thakur)। এমনই মারাত্মক অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। কয়েক ঘন্টার মধ্যেই তার উত্তর দিলেন শান্তনু ঠাকুর। সোমবার সকালে প্রথমে শান্তনু ঠাকুরের নিজের লেটার হেড ব্যবহার করে তৈরি করা একটা ফর্ম এর ছবি এক্স হ্যান্ডেলে পোষ্ট করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেন, গরুর মাংস পাচারকারীদের সাহায্য করার জন্য বিএসএফ কে অনুরোধ করেছেন শান্তনু ঠাকুর। মহুয়ার এই অভিযোগের বিরোধ করে কিছুক্ষণের মধ্যেই এক্স হ্যান্ডেলেই একটি পোষ্ট করেছেন কেন্দ্রিয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি বিধায়ক শান্তনু ঠাকুর।
এক্স হ্যান্ডেলে শান্তনু ঠাকুর লিখেছেন, তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের দলেরই সদস্যদের বিষয়ে না জেনে নির্লজ্জ ভাবে তাঁকে (শান্তনু ঠাকুর) টার্গেট করছে। তিনি লিখেছেন, অনেক বছর ধরেই এই ধরনের কাগজ দিয়ে আসছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির নেতারা। এটা (মহুয়ার অভিযোগ) একটা রাজনৈতিক চটকদারি যা সম্পূর্ণ ভিত্তিহীন। নিজের বক্তব্যের সমর্থনে শান্তনু ঠাকুর ও দুটি ছবি এক্স হ্যান্ডেলে পোষ্ট করেছেন। তারমধ্যে একটি হলো বিঠারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এর লেটার হেড। উত্তর ২৪ পরগনার স্বরুপনগর ব্লকের এই গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। শান্তনু ঠাকুরের পোষ্ট করা লেটার হেড এ দেখা যাচ্ছে বিএসএফের কমান্ড্যান্ট কে উদ্দেশ্য করে একটি চিঠি লেখা হয়েছে যেখানে গো মাংস (Beef) নিয়ে আসার জন্য অনুমতি দেওয়ার আবেদন করা হয়েছে। তবে কেন্দ্রিয় মন্ত্রীর পোষ্ট করা এই ছবিতে কোনো নির্দিষ্ট তারিখ নেই, এবং কোনো নামও নেই যে কাকে মাংস (Beef) নিয়ে আসার অনুমতি দিতে হবে।
পাশাপাশি শান্তনু ঠাকুর আরেকটি ছবিও পোষ্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে বিএসএফের ১১২ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ড্যান্ট কে উদ্দেশ্য করে কোনও এক মহঃ ফারুক মন্ডল একটি আবেদন করেছেন। ১৯/০২/২০২৪ এর এই আবেদন পত্রে এটাও উল্লেখ করা হয়েছে এর আগে ১৬/০১১/২০২৩ এও তিনি (মহঃ ফারুক মন্ডল) গরুর মাংস নিয়ে এসেছিলেন। মূলতঃ বাড়িতে ব্যবহারের জন্যই এই মাংস আনা হচ্ছে বলেও ফারুকের চিঠিতে লেখা রয়েছে।
আরও পড়ুনঃ গো মাংস পাচার করছেন কেন্দ্রের মন্ত্রী ! বিষ্ফোরক অভিযোগ মহুয়ার