সস্তা হল সোনা-রুপো। মধ্যবিত্তের কাছে আর আকাশছোঁয়া নয় বহু মূল্যবাণ এই ধাতু। মঙ্গলবারের বাজেট ঘোষণা অন্তত তেমনটাই ইঙ্গিত দিল। শুধু তাইই নয়, এই আবহে কলকাতায় গত ৫ দিনে এই নিয়ে চতুর্থবারের মতো সস্তা হল সোনা। একেই বোধহয় বলে সোনায় সোহাগা। হুড়মুড়িয়ে নেমেছে রুপোর দামও।
পৌষালী উকিল, প্রতিনিধি : মঙ্গলবার সংসদে বাজেট পেশের সময়ই সোনা, রুপো, প্ল্যাটিনাম, তামার মতো ধাতব পদার্থে আমদানি শুল্ক কমানোর ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর তারপরই লাফিয়ে কমে হলুদ ধাতুর দাম। এক ধাক্কায় সোনার দাম প্রতি ১০ গ্রামে চার হাজার টাকা কমে।
গয়না ব্যবসায়ীদের দাবি মেনে সোনা-রুপোর আমদানি শুল্ক কমিয়েছে কেন্দ্র। মঙ্গলবার বাজেটে এই ঘোষণা হতেই একদিকে যেমন লাফিয়ে নামতে শুরু করে সেসবের দাম। অন্যদিকে, বাড়তে থাকে বিভিন্ন গয়না সংস্থার শেয়ার দর।
কেন্দ্র সোনা-রুপোর আমদানি শুল্ক ১৫% থেকে নামিয়েছে ৬ শতাংশে। প্ল্যাটিনামে শুল্ক ১৫.৪% থেকে কমে হয়েছে ৬.৪%। গয়না ব্যবসায়ীদের আশা, এ বার ফের চাঙ্গা হবে গয়নার বাজার। ঝিমিয়ে পড়া দোকানে বাড়বে ক্রেতাদের ভিড়।
বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমন ধাতব পদার্থে আমদানি শুল্কে ছাড় ঘোষণার পরই বিভিন্ন শহরে সোনার বাজারে কার্যত ধস নামে। আমদানি শুল্কে ছাড় পুরোদমে কার্যকর হলে, আগামী ১-২ সপ্তাহের মধ্য়েই অনেকটা দাম কমতে পারে সোনার।
গত কয়েক মাস ধরে সোনার দামবৃদ্ধি নিয়ে নাজেহাল ক্রেতা-বিক্রেতারা। সোনার দাম লাফিয়ে বাড়তে বাড়তে ৭০-৭১ হাজার টাকা ছাড়িয়ে যায়। এর সঙ্গে মেকিং চার্জ ও জিএসটি দিয়ে সোনার দাম আরও বেড়ে যায়। ফলে সোনা কিনতে রীতিমতো নাভিশ্বাস হচ্ছিলেন ক্রেতারা।
তবে বাজেটে সোনার ঘোষণার প্রভাবে পণ্যের বাজারে সোনা ও রুপোর কোম্পানির শেয়ার বাজার চাঙ্গা হয়েছে। তবে MCX-বাজারে সোনা-রুপোর দাম কমায় অনেকটা লোকসান হল। আমদানি শুল্ক কমার পর ১৫ শতাংশ থেকে কমবে। ফলে গয়না সোনায় অনেকটা কম দাম দিতে হবে।
তবে সোনার দামের পতন গয়না প্রেমীদের জন্য সুখবর। তাহলে দেরী করা ঠিক নয়। কারণ পছন্দের গয়না সস্তায় কিনে ফেলার সঠিক সময় এখনই।
আরও পড়ুন : শুভেন্দুর কাছে ফ্ল্যাটের চাবি চাইলেন তৃণমূল বিধায়ক। বিধানসভার লবিতে তুলকালাম