পাহাড়ে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে জিটিএ-র বর্তমান পরিচালন সমিতি। সরকারি সম্পত্তি নামমাত্র টাকায় বেসরকারি হাতে হস্তান্তর করে দেওয়া হচ্ছে। এমনই মারাত্মক অভিযোগ করে মুখ্যমন্ত্রী কে চিঠি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- দীর্ঘদিন বাদে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিলেন বিমল গুরুং। জিটিএ-র অনিয়ম নিয়ে একাধিক অভিযোগ করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি।
সোমবার গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং যে চিঠি মুখ্যমন্ত্রী কে দিয়েছেন সেখানে তিনি অভিযোগ করেছেন মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার পথে অবস্থিত ৯ টি সরকারি বাংলো চুপিসাড়ে বেসরকারি হাতে লিজ দিয়ে দেওয়া হচ্ছে। মাত্র সাড়ে আটত্রিশ লক্ষ টাকায় জিটিএ-র এই সম্পত্তি লিজহোল্ড হিসাবে হস্তান্তর করা হচ্ছে। বিমল গুরুং এর অভিযোগ, সান্দাকফু যাওয়ার এই রাস্তার সৌন্দর্য এতটাই বেশি যে সারা বছর প্রচুর পরিমানে পর্যটক এখানে আসেন। ফলে জিটিএ-র বাংলো গুলো সারাবছরই প্রায় ভর্তি থাকে। ফলে লাভজনক এইসব বাংলো কেন চুপিসাড়ে বেসরকারি হাতে দিয়ে দেওয়া হচ্ছে? এই কাজে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার যারা জিটিএ-র কাজের সঙ্গে যুক্ত, তাদের দিকেই আঙুল তুলেছেন বিমল গুরুং।
গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতির আরও অভিযোগ শিলিগুড়ির দার্জিলিং মোড়ে জিটিএ-র আরো একটি সম্পত্তি রয়েছে, যেটাও বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রতি বছর মাত্র ৫০ লক্ষ টাকা লিজ মানি হিসাবে এই সম্পত্তিটি বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে বলে চিঠিতে অভিযোগ করেছেন বিমল গুরুং। চিঠিতে তিনি লিখেছেন ট্যুরিস্ট গেস্ট হাউস বা হোটেল হিসাবে এই বাড়িটি থেকে বছরে প্রায় ৩ কোটি টাকা আয় করা সম্ভব। তা না করে কেন এইসব সম্পত্তি লিজ হিসাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে বলে প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি এইসব হস্তান্তরের ক্ষেত্রে কোনোরকম দরপত্রও আহ্বান করা হয় নি। এমনই মারাত্মক অভিযোগ করে পুরো বিষয়টির উপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করে চিঠি দিয়েছেন বিমল গুরুং।
রাজ্যের বিভিন্ন জায়গায় যখন সরকারি জমি জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহন করছে, সেই সময় সরকারি সম্পত্তি এইভাবে অকশন না করেই নির্দিষ্ট কিছু মানুষের হাতে নামমাত্র টাকায় লিজ দিয়ে দেওয়া নিয়ে বিমল গুরুং এর এই চিঠি যে পাহাড়ের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে তা বলাই যায়।
আরও পড়ুন : গোমাংস পাচারে সাহায্য। মহুয়ার অভিযোগের উত্তর দিলেন শান্তনু