ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : রথের আগে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে আর কোনও বাধা রইল না। মন্দির নির্মাণকে কেন্দ্র করে দায়ের হওয়ার জনস্বার্থ মামলা খারিজ করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
নিউটাউনের একটি সংগঠনের অভিযোগ ছিল, দিঘার জগন্নাথ মন্দীর নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে। অথচ নিয়ম অনুযায়ী হিডকো শুধুমাত্র রাজারহাট ও তাঁর আওতাভুক্ত এলাকায় উন্নয়নের কাজ করতে পারে। এর বাইরে রাজ্যের কোনও জায়গায় কোনও নির্মাণ বা পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কাজ করার এক্তিয়ার হিডকোর নেই। এই অভিযোগেই মামলা দায়ের হয় হাইকোর্টে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে এই অভিযোগের কথাই তুলে ধরেন মামলাকারীর আইনজীবী। কিন্তু রাজ্য দায়িত্ব দিলে কেন হিডকো সেই কাজ করতে পারবে না সেই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি বলেন, পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ্যের। তারা যে কোনও সংস্থারেক কাজের দায়িত্ব দিতে পারে। এতে কোনও সমস্যা নেই। এরপরই মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের এই নির্দেশের ফলে রথের আগে আগামী ৭ জুলাই দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে আর কোনও বাধা রইল না।
আরও পড়ুন : খুনের চেষ্টা পরিকল্পিত, উল্লেখ সুইসাইড নোটে