ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : ২০২৪লোকসভা নির্বাচনে বিজেপির বাংলায় ভরাডুবি। তাদের পর্যালোচনা বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “সংখ্যালঘু এলাকায় ৯৫ শতাংশ ভোট পড়েছে তৃণমূলের পক্ষে। তাই সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই দলে।”
শুভেন্দু অধিকারীর পর্যালোচনা বৈঠকের ‘সংখ্যালঘু’ মন্তব্যের পাল্টা সোমবার রাজ্য বিধানসভায় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন “ওদের এক নেতা বলছেন, একে চাই না, ওকে চাই না। আমরা বলছি আপনাকেই চাই না।” এদিন ফের একাধিক ইস্যুতে বিজেপিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্লোগান হবে, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই, আপনাকে চাই না।” বঙ্গ বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী গলায় শুনতে পাওয়া যায় ওদের কাজ শুধু মানুষকে বঞ্চিত করা।
২৪এর লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির ফলাফল তলানিতে ঠেকেছে। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, “সবকা সাথ, সবকা বিকাশ বন্ধ হোক। এবার থেকে, জো হামারা সাথ, হাম উনকে সাথ।” তিনি আরও বলেন, “সংখ্যালঘু এলাকায় ৯৫ শতাংশ ভোট পড়েছে তৃণমূলের পক্ষে। তাই সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই দলে।
আরও পড়ুন : অল্পের জন্য রক্ষা সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস