নাজিয়া রহমান, সাংবাদিক : চলছে কেন্দ্রীয়ভাবে স্নাতকে ভর্তির পর্ব। ভর্তি প্রক্রিয়া চলাকালীন শিক্ষা দফতরের নয়া উদ্যোগ। অভিন্ন পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা কলেজে ভর্তিতে আগ্রহী কিনা, কিংবা তাদের কোনও সমস্যা হচ্ছে কিনা, বা কেউ ড্রপ আউট হচ্ছে কিনা। তা নিয়ে সমীক্ষা শুরু করল শিক্ষা দফতর। তথ্য জোগারের দায়িত্ব প্রধান শিক্ষকদের।
শুরু হয়ে গিয়েছে স্নাতকে ভর্তির আবেদন প্রক্রিয়া । চলতি বছর থেকে একটিই পোর্টালে কেন্দ্রীয়ভাবে স্নাতকে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারছেন ছাত্রছাত্রীরা। রাজ্যের ৪৬১টি কলেজে আবেদন করা যাচ্ছে।ইতিমধ্যেই সেই কেন্দ্রীয় ভর্তির পোর্টালের মাধ্যমে আবেদনের সংখ্যা বিষয়ভিত্তিক প্রায় ২৪ লক্ষ ছাড়িয়েছে। আবেদন করেছেন প্রায় সাড়ে ৪ লক্ষ পড়ুয়া। প্রথমপর্বের আবেদন করার শেষ তারিখ ৭জুলাই। ভর্তি প্রক্রিয়া চলাকালীন শিক্ষা দফতরের নয়া উদ্যোগ। অভিন্ন পোর্টালের মাধ্যমে স্নাতকে ভর্তিতে ছাত্রছাত্রীরা আগ্রহী কিনা, কিংবা তাদের কোনও সমস্যা হচ্ছে কিনা বা কেউ ড্রপ আউট হচ্ছে কিনা। তা নিয়ে সমীক্ষা শুরু করল শিক্ষা দফতর। এ সম্পর্কে তথ্য জোগাড় করে জেলা স্কুল পরিদর্শকদের কাছে পাঠাতে হবে প্রধান শিক্ষকদের।
প্রথমবার শিক্ষা দফতরের তরফ থেকে এই ধরনের কোনও উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে উচ্চমাধ্যমিক পাশ করার পরে পড়ুয়াদের সব তথ্য স্কুলের কাছে থাকে না। তাই এতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে স্কুলগুলিকে। যদিও শিক্ষা দফতরের এই উদ্যোগ শুভ বলেই মত শিক্ষকমহলের। এই কেন্দ্রীয় অনলাইন পোর্টালে স্নাতকে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের তেমন সমস্যা হচ্ছে না বলেও মত শিক্ষক শিক্ষিকাদের।
শুধুমাত্র রাজ্যের নয় ভিন রাজ্যের শিক্ষার্থীরাও স্নাতকে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টালে আবেদন করেছে। বুধবার এক্স হ্যান্ডেলে একথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক, আসাম, বিহার এবং মহারাষ্ট্র সহ প্রায় সব রাজ্য থেকেই ভর্তি আবেদন এসেছে বলে জানান শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন : সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর দৃষ্টি হারালেন রোগীরা!