ঋক পুরকায়স্থ, সাংবাদিক: সোমবার স্লোভেনিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল রোনাল্ডোদের। কিন্তু গোল শূন্যই থাকতে হয় শেষ মুহুর্ত পর্যন্ত। ম্যাচের ১০৫ সিনিটের মাথায় অসাধারণ একটি সুযোগ পান পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । তবে সেই শর্ট আটকে দিয়ে গোটা ম্যাচের আবহই পাল্টে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান ওবলাক।
তবে এরকিছুক্ষণ পরেই গোটা ফুটবল বিশ্ব দেখল অন্য এক ছবি। শিশুদের মতো মাঠেই হাউহাউ করে কাঁদছেন পর্তুগিজ মহাতারকা। তাঁকে সান্ত্বনা দিতে ছুটে আসছেন তারই জাতীয় দলের স্বতীর্থরা। ম্যাচের শেষে রিজার্ভ বেঞ্চে বসে থাকা তাঁরই দলের অন্যান্য খেলোয়াড়রাও তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। গ্যালারিতে বসে থাকা তার মায়ের দু-চোখ দিয়ে অনবরত ঝরছে জল।
তবে ম্যাচটি ট্রাইবেকারে চলে যাওয়ার পরই ফ্র্যাঙ্কফুর্ট স্টোডিয়ামে প্রথম শর্ট নিতে আসেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এবার সেই শর্ট রুখতে পারেননি স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান ওবলাক। বল জালে জড়িয়ে যাওয়ার সাথেসাথেই দর্শকদের দিকে তাকিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিলেন তিনি। ম্যাচের শেষে রোনাল্ডো বলেন, ‘‘এটাই আমার শেষ ইউরো কাপ। তবে এটা নিয়ে আমি মোটেও আবেগপ্রবণ নই। আমি অত্য়ন্ত উৎসাহের সাথেই এই খেলাকে উপভোগ করেছি। ২০ বছর ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে অত্য়ন্ত গর্বের।’’
তবে ম্যাচের সবথেকে আবেগপ্রবণ মুহুর্ত সেই পেনাল্টি মিস। আর সেই পেনাল্টি মিস নিয়ে তিনি বলেন, ‘‘ফুটবল আমাকে শিক্ষা দিয়েছে ব্যর্থ হয়েও উঠে দাঁড়ানোর। দলকে এগিয়ে দেওয়ার সুযোগ এলেও তার কাজে লাগাতে পারিনি। গোটা বছর ব্যর্থ হইনি, কিন্তু যখন সবচেয়ে বেশি প্রয়োজন পড়ল তখনই ব্যর্থ হলাম।’’
আরও পড়ুন : “পালিয়ে গেলেন বিরোধীরা।” রাজ্যসভায় কটাক্ষ প্রধানমন্ত্রীর