বুধবার লোকসভায় বিধ্বংসী মেজাজে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। বিজেপি সাংসদ তো বটেই, অভিষেকের আক্রমণের অভিমুখ থেকে বাদ গেলেন না স্বয়ং অধ্যক্ষ ওম বিড়লাও।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- মঙ্গলবার লোকসভায় ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার থেকে এই বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে লোকসভায়। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষে এই বাজেট বিতর্কে প্রথম বক্তা ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি একের পর এক আক্রমণ হানেন শরিকি নির্ভর সরকারের উপর। তবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সরাসরি তর্কাতর্কি তে জড়িয়ে যান অভিষেক, যা নিয়ে এক বর্ষীয়ান তৃণমূল সাংসদ বলেন, এবার বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী।
ঘটনা ছিলো যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট বিতর্কে অংশ নিয়ে নিজের বক্তব্য রাখার সময় ২০১৬ সালের নোট বন্দী(Demonstration)-র কথা উল্লেখ করেন। অধ্যক্ষ ওম বিড়লা তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বলেন, “মাননীয় সদস্য আপনি বর্তমান বাজেট নিয়ে বলুন, ২০১৬-র পরে ২০১৯ ও পার হয়ে গেছে।” এই সময় অভিষেক বলেন, “স্যর, কেউ ৬০ বছর আগেকার জহরলাল নেহরু নিয়ে বললে বা অন্য নেতা নিয়ে বললে তখন আপনি কিছু বলেন না, আর আমি ২০১৬ সালের নোট বন্দী নিয়ে বলতে গেলে আপনি বলছেন বর্তমান বাজেট নিয়ে বলতে। স্যর, এই ধরনের পক্ষপাত চলতে পারে না। আমি বাজেট নিয়ে বলছি। কিন্তু যখন বিপ্লব দেব (ত্রিপুরার বিজেপি সাংসদ) ১০০ বছর আগেকার কথা বলছিলেন, ৫০ বছর আগেকার এমার্জেন্সি নিয়ে বলছিলেন, তখন আপনি চুপ করে ছিলেন, আর আমি নোট বন্দী নিয়ে বলতেই আপনার কষ্ট হচ্ছে! বাহঃ স্যর, বাহঃ।” এদিন প্রথম থেকেই তুরীয় মেজাজে ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সংসদ। চিয়ার লিডার এর প্রসঙ্গ উত্থাপন করে বিজেপি কে চূড়ান্ত কটাক্ষ করতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, “এই লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী একই রয়েছেন, বানিজ্য মন্ত্রী একই, স্বরাষ্ট্রমন্ত্রী একই, বিদেশমন্ত্রী একই, অর্থমন্ত্রীও একই রয়েছেন। কিন্তু স্যর, একটা জিনিষের পরিবর্তন হয়েছে। শুধু চিয়ারলিডার এর সংখ্যা কম হয়ে গেছে। ওই বেঞ্চ বাজানোর লোকের সংখ্যা কিছুটা কম হয়ে গেছে। কারণ এই দেশের জনগন গনতন্ত্রের এই পীঠস্থানে তাদের প্রবেশ নিষিদ্ধ করেছে।” এই সরকার কতদিন চলবে সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করে অভিষেক বেশ নাটকীয় ভঙ্গিতে বলেন, “কুর্শি কা পেটি বাধ লিজিয়ে, মৌসম বদল রাহা হ্যায়।”
আরও পড়ুন :নজরে প্যারিস অলিম্পিক্স ২০২৪