ইউরো, কোপার পর এবার নজর অলিম্পিক্সে। আগামী ২৬ জুলাই থেকেই প্যারিসে বসবে বিশ্ব ক্রীড়ার এই আসর। দেশ-বিদেশ থেকে ১০ হাজার ৫০০ জন ত্রীড়াবিদ অংশগ্রহণ করবেন প্যারিস অলিম্পিক্স-২০২৪-এ।
পৌষালী উকিল, প্রতিনিধি : ভারত থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছেন ১১৭ জন। ২৫ জুলাই থেকে ১১ অগস্ট পর্যন্ত চলবে এই প্যারিস অলিম্পিক্স। যদিও তার আগে থেকেই শুরু হয়ে যাবে কয়েকটি শুরু হয়ে যাচ্ছে কয়েকটি প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডের খেলা। যেমন রাগবি সেভেন, ফুটবল, তিরন্দাজ এবং হ্যান্ডবল এই খেলাগুলি আগেই শুরু। প্যারিস এই বারের গ্রীষ্মকালীন অলিম্পক গেমসের ৩৩ তম সংস্করণ হোস্ট করছে।
মোট ১৬ ধরনের ইভেন্ট হবে এবারের প্যারিস অলিম্পিক্সে। যেমন- তীরন্দাজ, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, ইকোয়েস্ট্রিয়ান, গলফ, হকি, জুডো, রোয়িং, সেইলিং, শুটিং, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুস্তি ও ভারোত্তোলন।
প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর সময়সূচি
২৫ জুলাই, বৃহস্পতিবার– থাকছে তীরন্দাজি।
২৬ জুলাই, শুক্রবার– উদ্বোধনী অনুষ্ঠান। আইফেল টাওয়ার ও ভার্সাইয়ের মতো জায়গাজুড়ে ৩২৯ টি ইভেন্ট রয়েছে। ১৭ দিনেরও বেশি সময় ধরে বিশ্ব ত্রীড়াবিদদের দক্ষতার সাক্ষী থাকবে প্যারিস। সেই উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান।
২৭ জুলাই, শনিবার– হকি খেলায় ভারত বনাম নিউজিল্যান্ড রয়েছে। এছাড়াও রয়েছে ব্যাডমিন্টন, বক্সিং, রোয়িং, শুটিং, টেবিল টেনিস ও টেনিস।
২৮শে জুলাই, রবিবার– তীরন্দাজি, রোয়িং, শুটিং, সাঁতার।
২৯শে জুলাই, সোমবার– হকিতে ভারত বনাম আর্জেন্টিনাকে দেখা যাবে। এছাড়াও রয়েছে তীরন্দাজি, রোয়িং, শুটিং, টেবিল টেনিসও টেনিস।
৩০ জুলাই, মঙ্গলবার– হকিতে ভারত বনাম আয়ারল্যান্ডকে দেখা যাবে। এছাড়াও, তীরন্দাজি, ইকোয়েস্ট্রিয়ান, রোয়িং, শুটিং, টেনিস।
৩১ জুলাই, বুধবার– বক্সিংয়ের কোয়ার্টার ফাইনাল। এছাড়াও থাকছে ইকোয়েস্ট্রিয়ান, রোয়িং, শুটিং, টেবিল টেনিস ও টেনিস।
১ অগাস্ট, বৃহস্পতিবার– হকিতে ভারত বনাম বেলজিয়াম। অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, জুডো, রোয়িং, সেইলিং, শুটিং, টেবিল টেনিস ও টেনিস।
২ অগাস্ট, শুক্রবার– হকিতে ভারত বনাম অস্ট্রেলিয়া ছাড়াও থাকছে তীরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, গলফ, শুটিং, টেবিল টেনিস ও টেনিস।
৩ অগাস্ট, শনিবার– ওইদিন থাকছে তীরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, গলফ, শুটিং, টেবিল টেনিস ও টেনিস।
৪ অগাস্ট, রবিবার– তীরন্দাজি ছাড়াও থাকছে অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিংয়ের সেমিফাইনাল, ইকোয়েস্ট্রিয়ান, হকি, গলফ, শুটিং, টেবিল টেনিস।
৫ অগাস্ট, সোমবার– ওইদিন থাকছে অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, শুটিং, টেবিল টেনিস, কুস্তি।
৬ অগাস্ট, মঙ্গলবার– অ্যাথলেটিক্স ছাড়াও থাকছে বক্সিং, হকি, ইকোয়েস্ট্রিয়ান, টেবিল টেনিস, কুস্তি।
৭ অগাস্ট, বুধবার– অ্যাথলেটিক্স, বক্সিং,গলফ, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি।
৮ অগাস্ট, বৃহস্পতিবার– অ্যাথলেটিক্স, বক্সিং, হকি, গলফ, টেবিল টেনিস, কুস্তি।
৯ অগাস্ট, শুক্রবার– অ্যাথলেটিক্স, বক্সিং, গলফ, টেবিল টেনিস, কুস্তি।
১০ অগাস্ট, শনিবার– ওইদিনও একইভাবে থাকছে অ্যাথলেটিক্স, বক্সিং,গলফ, টেবিল টেনিস, কুস্তি।
১১ অগাস্ট, রবিবার– কুস্তিতে মহিলাদের ৭৬ কেজি সেমিফাইনাল থেকে মেডেল ম্যাচ।
প্যারিস অলিম্পিক্সে যাঁদের দিকে তাকিয়ে দেশ
প্রসঙ্গত, গত টোকিও অলিম্পিক্সে মোট ৭টি পদক জিতেছিল ভারত। একমাত্র সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবার পদক সংখ্যা গতবারের থেকে অনেক বেশি পদক জয়ের টার্গেট করেছে ভারতীয় অ্যাথলিটরা। যে ১০ ভারতীয় এবারেও দেশকে পদকের স্বপ্ন দেখাবেন তাঁরা হলেন,
নিরজ চোপড়া (জ্যাভলিন)
নিখাত জারিন (বক্সিং)
লভলিনা বরগোঁহাই (বক্সিং)
সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেঠী (ব্যাডমিন্টন)
পিভি সিন্ধু (ব্যাডমিন্টন)
অ্যান্টিম পাঙ্গাল (কুস্তি)
রোহন বোপান্না ও শ্রীরাম বালাজি (টেনিস ডাবলস)
মীরাবাই চানু (ভারোত্তোলন)
ভারতীয় হকি দল (পুরুষ)
সিফত কৌর সামরা (শুটিং)
এবারে কতগুলি পদক আসে ভারতের ঝুলিতে সেদিকেই তাকিয়ে ১৪০ কোটি ভারতীয়।
আরও পড়ুন : গয়না কেনার সেরা সময়, হু হু করে নামল সোনার দাম