সত্যজিৎ চক্রবর্তী,আর প্লাস নিউজ : সব ভারতীয় নাগরিককে সোমবার বিকাল পাঁচটার মধ্যে বাংলাদেশ ত্যাগের নির্দেশ দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
রবিবার দুপুরে বাংলাদেশে চলমান আন্দোলনের কারণে ভারতীয় নাগরিকদের এই নির্দেশ দেয়। এই নির্দেশ পাওয়ার পর রবিবারই ভারতীয় নাগরিকরা ঢাকা ছাড়তে শুরু করেছেন। দুপুর ১২ টা পর্যন্ত ১৫০ জনের মত ভারতীয় নাগরিক ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় অবস্থান করছিলেন বলে বিমানব্ন্দর।
এর আগে যুক্তরাষ্ট্রও তার নাগরিকদের বাংলাদেশে সতর্ক হয়ে চলাফেলা করার পরামর্শ দিয়েছিল।এদিন ঢাকার মার্কিন হাই কমিশনও তাদের বাসিন্দাদের বাংলাদেশ ত্যাগ করতে বলা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর সঙ্গে তিনবাহিনীর প্রধানের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। রবিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গনভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে বিমান ও নৌ বাহিনীর প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে যান। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে প্রিন্সিপাল স্টাফ অফিসারও উপস্থিত ছিলেন। এ সময় মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকী উপস্থিত ছিলেন। সেখানে তিন বাহিনীর প্রধান প্রধানমন্ত্রীকে নিজেদের অবস্থান ও দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
সেনাবাহিনীর একটি সূত্রের দাবি উল্লেখ করে বেশ কিছু সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে লিখেছে, এক পর্যায়ে তারিক সিদ্দিকী তিন বাহিনীর প্রধানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরেন। প্রধানমন্ত্রীর সঙ্গেও তাদের উত্তপ্ত বাক্য বিনিময়। তিন বাহিনী প্রধান একসঙ্গে তারিক সিদ্দিকীকে গালাগাল শুরু করেন। প্রধানমন্ত্রীর সঙ্গেও তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এবং প্রধানমন্ত্রীকে বলেন, তারিক সিদ্দিকী ভুল পরামর্শ দিয়ে আপনাকে ও আপনার দলকে জনগণের মুখোমুখী দাড় করিয়ে দিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করেছে সামরিক সূত্রগুলো বলছে রাতেই তিনবাহিনীর প্রধান বঙ্গভবনে যেতে পারেন।দেখা করতে পারেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে ।