ঋক পুরকায়স্থ,সাংবাদিক: ১৫ বছর আগে ইয়ামালকে সামলাতে হিমসিম খেয়েছিল মেসি (Lionel Messi) । ঘটনাটি ২০০৮ সালের। আর্জেন্টিনা তারকা মেসির বয়স তখন ২০ বছর। অপরদিকে এবছরের ইউরো তারকা লামিন ইয়ামালের বয়স মাত্র কয়েক মাস। কিছুদিন ধরেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি। একটি বাচ্চাকে বাথটাবে স্নান করাচ্ছেন বার্সা তারকা মেসি। ওই শিশুটিই আজকের ইউরো তারকা ইয়ামাল (Lamine Yamal) ।
তবে ২০২৪ সালে এসে দুজনেই সেমিফাইনালে গোল করে নিজের দলকে ফাইনালে পৌঁছে দেয়েছেন। তবে একজন কোপাতে ও অপরজন ইউরোতে। মেসি এবং ইয়ামাল গোল করলেন দুটি ভিন্ন টুর্নামেন্টে। দুই তারকাই এখন দাপিয়ে বেড়াচ্ছেন ফুটবল বিশ্বে।
২০ বছর আগে ছবিটি যিনি তুলেছিলেন তিনি হলেন জোয়ান মনফোর্ট। এতবছর পরে তিনি তাঁর সেইদিনের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন, “মেসির তখন ২০ বছর বয়স। খুব লাজুক ছিল। হঠাৎ ওকে লকার রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে দেখে একটা জলভর্তি বাথটাব। তার মধ্যে একটি শিশু। ও থতমত খেয়ে গিয়েছিল। বাচ্চাটাকে কী করে ধরবে প্রথমে বুঝতেই পারছিল না।”
চিত্র সাংবাদিক ছিলেন মনফোর্ট। তিনি এও জানিয়েছেন বার্সেলোনার হোম গ্রাউন্ড ন্যু-তে একটি ফোটো শুটের সময় বার্সা তারকা মেসির সঙ্গে প্রথম দেখা হয় এই ক্ষুদে তারকার। একটি চ্যারিটি অনুষ্ঠানের আমন্ত্রন পেয়েছিল বার্সালোনা। পুরো দলকে নিয়ে যাওয়ার আমন্ত্রন ছিল। সঙ্গে ছিলেন মেসিও। আর সেই সময়ের খ্যাতনামা চিত্র সাংবাদিক জোয়ান মনফোর্টের ক্যামেরায় বন্দি হয় এই ছবিটি।
আরও পড়ুন : লেমিনের হাত ধরে ফাইনালে স্পেন