সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- বিগত ৬ ঘন্টায় দেশের বাণিজ্য নগরীতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, গোটা জুন মাসে সেই পরিমাণ বৃষ্টি হয়নি এরাজ্যে। অতি বৃষ্টিতে বেহাল পরিস্থিতি মুম্বাইয়ের। রেলের কয়েকশো কিলোমিটার লাইন কার্যত জলের তলায়। ফলে স্তব্ধ রেল পরিষেবা। একাধিক এলাকা জলমগ্ন হওয়ায় যান চলাচল ব্যাহত। একদিকে যখন বৃষ্টির ঘাটতি কলকাতাসহ সমগ্র দক্ষিণবঙ্গে সেখানে অতিবৃষ্টিতে মুম্বাইয়ের জনজীবন ব্যাহত। পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে সাধারণত কলকাতায় বৃষ্টি হয় ২৭০ মিলিমিটারের থেকে একটু বেশি।
চলতি বছর সেখানে বৃষ্টি হয়েছে প্রায় ১৪০ মিলিমিটারের মতো। সেই তুলনায় মুম্বইয়ে গত কয়েক ঘন্টায় প্রায় ৩০০ মিলিমিটার। এই পরিস্থিতিতে যাতে জনপরিষেবা সঠিক থাকে এবং সবাই সুরক্ষিত থাকে, সেই দিকে নজর দিচ্ছে মহারাষ্ট্র প্রশাসন। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ইতিমধ্যেই রাজ্যের মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, বিশেষ কোনও প্রয়োজন ব্যতীত কেউ যেন বাড়ির বাইরে না যায়।
তিনি আরও বলেন, বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে ৪৬১টি মোটর পাম্প এবং রেলের তরফে ২০০টি মোটর পাম্প চালানো হচ্ছে জমে থাকা জল নামানোর জন্য। উপকূলবর্তী এলাকায় কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি মৎসজীবীদেরও আলাদা করে সতর্ক করা হয়েছে সমুদ্রে না যাওয়ার জন্য। মুম্বইয়ে বৃষ্টি আপাতত কমছে না বলে জানিয়েছে মৌসম ভবন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। অতি বৃষ্টির কারণে বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। বহু যাত্রী সঠিক সময়ে বিমানবন্দরে পৌছতে না পেরে বিমান পাননি। সঠিক সময়ে বিমান ওঠা নামা করতেও পারেনি।
আরও পড়ুন : লর্ডসের মাঠ থেকে আলিমুদ্দিন-৮ই জুলাই মিলিয়ে দেয় সৌরভ-জ্যোতিকে