ছত্তিশগড়ের রতনপুর বাঁধে গিয়ে মৃত্যু কৌস্তভের, শোকের ছায়া গোটা পরিবারের উপর
সহেলী দত্ত, প্রতিনিধি : বন্ধুর জন্মদিনে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হুগলির মেধাবী ছাত্রের। ছেলের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন বাবা মা সব পরিবারের সদস্যরা। ছত্তিশগড়ে পড়াশোনা করতেন কৌস্তভ সাধু। মগড়ার শ্রী গোপাল ব্যানার্জি কলেজ থেকে বিএসসি পাশ করেন। এরপর ছত্তিশগড়ের বিলাসপুর গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স নিয়ে স্নাতকোত্তর করছিলেন। ২০২২ এর ডিসেম্বরে ছত্তিশগড়ের ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। ফাইনাল পরীক্ষার পর বাড়ির ফেরার কথা ছিল কৌস্তভের।
পরিবার সূত্রে খবর, রবিবার সকালে রতনপুর বাঁধে যায় এক বন্ধুর জন্মদিন উপলক্ষে। আগেরদিন রাতে বাড়িতে ফোন করে কৌস্তভ জানিয়েছিল বাঁধে যাওয়ার কথা। কৌস্তভের বাবা জানান, ছেলে বন্ধুদের সঙ্গে গিয়েছিল। তবে ঠিক কী হয়েছিল জানি না। গুড়াপ থানা থেকে খবর দেয়, যে ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
কৌস্তভের পরিবারের এক সদস্যের দাবি কৌস্তভকে খুন করা হয়েছে, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তার তদন্ত হওয়া দরকার। প্রসঙ্গত, বিলাসপুর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে রতনপুরে খুটাঘাট বাঁধ। বর্ষায় বাঁধটি জলে ভরা থাকে। সেখানেই বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এই ঘটনা ঘটে।
হুগলির গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানান, ছত্তিশগড় থানা থেকে খবর আসে জলে ডুবে মৃত্যু হয়েছে কৌস্তভ সাধুর। পরিবার সেখানে গিয়েছে দেহ আনার জন্য। এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
আরও পড়ুন : লাইনে চলুন, বেলাইনে চলার চেষ্টা করবেন না। রাজ্যপালকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর