সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি। প্রকাশ্যে বন্দুকবাজের হামলায় আহত ডোনাল্ড ট্রাম্প (Donald Trum)। গত মে মাসে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর উপর আচমকা হামলা চালায় এক বন্দুকবাজ। ২ মাসের মাথায় এবার আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়ায় ভরা জনসভায় প্রাক্তন প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক। অভিযুক্ত যুবক বছর ২০-র থমাস ম্যাথিউ ক্রুক পেনসিলভেনিয়ারই বাসিন্দা বলে জানিয়েছে ফরেন ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Federal Bureau of Investigation)। শনিবার স্থানীয় সময় সন্ধে ৬ নাগাদ নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সময়েই হামলাকারীর গুলিতে আহত হন ট্রাম্প। তাঁর বাঁ কান ঘেঁষে বেরিয়ে যায় গুলি। কানের উপরের অংশে চোট লাগে তাঁর। যদিও তা গুরুতর নয় বলে জানা গেছে। জনসভায় ট্রাম্পের উপর পরপর গুলি চালানোর পরেই পাল্টা গুলি চালায় নিরাপত্তা রক্ষীরা। তাতেই নিহত হয় বন্দুকবাজ দুষ্কৃতী। এলোপাথারি গুলি বর্ষণে মারা যান ট্রাম্পের এক সমর্থকও বলে জানা গেছে।
এদিন নির্বাচনী জনসভা ( US presidential election) করছিলেন ট্রাম্প। মঞ্চে দাঁড়িয়ে বক্ততা দিচ্ছিলেন। হঠাৎই তাঁর কান ঘেঁষে একটি গুলি চলে যায়! সঙ্গে সঙ্গে মঞ্চে পোডিয়ামের আড়ালে বসে পড়েন তিনি। তাঁর সমর্থকরা চিৎকার করে ওঠেন। এর পরেই নিরাপত্তা রক্ষীরা তড়িঘড়ি ট্রাম্পকে বুলেটপ্রুফ একটি গাড়িতে তোলেন। সেই সময়ে ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। নামার সময়ে হাত উঁচু করে, মুঠো করে, হার না মানার ইঙ্গিত করেন তিনি। যে গাড়িতে তাঁকে তোলা হয় সেখানেই তাঁর এদিন ট্রাম্প মঞ্চে ওঠার পরই অভিযুক্ত যুবক পাশের একটি বহুতলের ছাদে ওঠে বলে জানা গেছে। নিরাপত্তা রক্ষীদের পাল্টা গুলিতে নিহত ওই যুবকের বিষয়ে বিশদে জানতে তদন্ত চালাচ্ছে সিক্রেট সার্ভিস ও এফবিআই-এর গোয়েন্দারা। বাটলারের সভামঞ্চ থেকে ১২০ মিটার দূরে একটি কারখানার ছাদে, যেখান থেকে আততায়ী যুবক গুলি চালায় সেখান থেকে AR-15 সেমি অটোমেটিক রাইফেল উদ্ধার হয়েছে। কি উদ্দেশ্যে এই ঘটনা তা খতিয়ে দেখছে ইউএস সিক্রেট সার্ভিসের আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন জো বাইডেন, বারাক ওবামা, জাস্টিন ট্রুডো, নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে নিজের অভিজ্ঞতাও তুলে ধরেন খোদ ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন : তিন কেন্দ্র হাত ছাড়া বিজেপির, কৃষ্ণ কল্যানী, মুকুটের কামব্যাক