ফের নেপালে বিমান দূর্ঘটনা। ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফের সময় ঘটে এই এক্সিডেন্ট। ১৯ জন ছিলেন বলে জানা যাচ্ছে। কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। মনে করা হচ্ছে সকলেই প্রাণ হারিয়েছেন এই ভয়াবহ দূর্ঘটনায়।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: কিছু ঠিকই ছিল কিন্তু আকাঙ্ক্ষাই কেক অফের সময় ঘটলো এই ভয়াবহ বিপত্তি। ১৯জন যাত্রী নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি। ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায়৷ যেভাবে আগুন লেগেছে তাতে করে কোন যাত্রীরই বেচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করছেন উদ্ধারকারীরা।
শৌর্য এয়ারলাইনসের এই বিমান দূর্ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই বাড়ছে উদ্বেগ। কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। টেক অফের সময় বিমানটি যখন ভেঙে পড়ে তখন তার যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখেই এর ভয়াবহতা স্পষ্ট। ইতিমধ্যেই দ্রুত গতিতে শুরু হয়েছে উদ্ধারকাজ।
কিন্তু কেন ভেঙে পড়ল বিমানটি? প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে বিমানটির চাকা স্কিড করে যাওয়াতেই বিপত্তি। কাঠমাণ্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র দিনেশ রাজ ময়নালি জানিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
ঘটনাটি ঘটার পরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় শৌর্য এয়ারলাইন্সের বিমানটি। ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডু বিমানবন্দরের পরিষেবা।
আরও পড়ুন : ক্যাম্পাস ইন্টারভিউ-এ নজরকাড়া সাফল্য