রিয়া দাস, প্রতিনিধি : ফের অশান্ত জম্মু-কাশ্মীর। আবারও লক্ষ্য সেনা জওয়ান। সোমবার ভোর চারটে নাগাদ রাজৌরির সেনা ছাউনিতে অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরাও। প্রচুর পরিমাণে গোলা বারুদ নিয়ে সন্ত্রাসবাদীরা এই হামলা চালায় বলে জানা গেছে। পাল্টা গুলি চালান জওয়ানেরাও। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে গুলির লড়াই। হামলাকারীদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। ইতিমধ্যেই সেখানে আহত হয়েছেন এক জওয়ান। যেন সেই উরির গল্পটাই ফিরে এল। প্রসঙ্গত, ২০ জুলাই সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জম্মুতে গিয়েছিলেন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনা করেছেন উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই ফের সেনা ছাউনিতে হামলা চালাল জঙ্গিরা। ১ জানুয়ারি থেকে জঙ্গি হামলায় ভারতীয় সেনার এক মেজর-সহ ১২ জন নিরাপত্তারক্ষী ও ১০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। একই সময়ে, জম্মু অঞ্চলে, বিশেষ করে তার সীমান্তবর্তী জেলাগুলিতে পাঁচ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সবকিছুই দেখে গোয়েন্দাদের অনুমান, সাম্প্রতিক হামলায় জড়িত সন্ত্রাসবাদীরা পাকিস্তানে স্পেশাল সার্ভিস গ্রুপের অবসরপ্রাপ্ত সেনা সদস্যও হতে পারে অথবা সন্ত্রাসবাদীদের গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ দিচ্ছে তারা।
ভুস্বর্গে শান্তি বজায় রাখতে এবং সন্ত্রাসবাদীদের নিকেশ করতে ইতিমধ্যেই পিএসএফ কমান্ডো নামিয়েছে সেনা। আত্মগোপন করে থাকা জঙ্গিদের খুঁজে-খুঁজে নিকেশ করতেই জম্মুতে মোতায়েন পিএসএফ-এর ৫০০ জওয়ান।
১৬ জুলাই,২০২৪ – ডোডায় চার জন সেনা নিহত হন ।
৮ জুলাই, ২০২৪ – কাঠুয়া জেলার জওয়ানদের গাড়িতে হামলায় ৫ জন সেনা শহিদ হন। গুরুতর আহত হন আরও পাঁচজন।
১১-১২ জুন, ২০২৪ – পর পর দুবার হামলায় ছয় জন সেনা আহত হয়েছেন
৯ জুন, ২০২৪ – রিয়াসিতে তীর্থযাত্রীদের একটি বাসে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এই ঘটনায় প্রাণ হারান নয় জন নিরীহ মানুষ ও আহত ৩৩ জন।
৯ মে, ২০২৪ – পুঞ্চ জেলায় ভারতীয় বায়ুসেনার একটি গাড়ি-সহ অন্য একটি গাড়িতে তীব্র গুলিবর্ষণ হয়। সেখানে বায়ু সেনার এক জওয়ান শহিদ হন ও পাঁচজন আহত হয়েছিলেন।
২১ ডিসেম্বর, ২০২৩ – সন্ত্রাসী হামলায় চারজন জওয়ান শহিদ হন।
নভেম্বর, ২০২৩ – দুজন ক্যাপ্টেন-সহ পাঁচ সেনা জঙ্গি অভিযানে গিয়ে প্রাণ হারান।
এপ্রিল-মে, ২০২৩ – পর পর দুমাসে দুটি হামলায় ১০ জন সেনা শহিদ হয়েছেন।
মে, ২০২২ – কাটরায়, তীর্থযাত্রীদের বাসে হামলায় চার জন মারা যান।
আরও পড়ুন : বাংলাদেশ ত্যাগের নির্দেশ দিল ভারত, তিন বাহিনীর সঙ্গে বৈঠক হাসিনার