Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • আদালতে ধাক্কা সইফ আলি খানের। সম্পত্তি মামলায় সইফের আর্জি খারিজ মধ্যপ্রদেশ হাইকোর্টে।
  • মালদা ধর্ষণকাণ্ডে তৃণমূলনেতা রফিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ।
  • ভোট পরবর্তী হিংসা মামলায় CBI-এর দায়ের করা মামলায় রাজ্যে প্রথম সাজা ঘোষণা।
  • নন্দীগ্রামের সমবায় নির্বাচনে সব আসনে জয়ী বিজেপি। ১২টি আসনেই জয়ী বিজেপি।
  • নদিয়ার সুধীর রঞ্জন লাহিড়ী কলেজে বন্ধ হলো ইউনিয়ন রুম, ঝুলল তালা।
  • কোচবিহারে তৃণমূল নেতাকে গুলির ঘটনায় বিধায়ক পুত্র-সহ ২।
  • ভারতীয় ক্রিকেট দলকে বাংলাদেশে খেলতে যেতে নিষেধ ভারত সরকারের। বাতিল হওয়ার সম্ভাবনা অগাস্টে ভারত-বাংলাদেশ সিরিজ।
  • পরিকাঠামোগত উন্নয়নের কাজ হবে খড়্গপুর-বালেশ্বর লাইনে। ১০ জুলাই সাঁতরাগাছি থেকে বাতিল একাধিক পুরীগামী ট্রেন। ২২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ট্রেনগুলি।
  • সোমবার থেকে খুলছে কসবা ল কলেজ। বন্ধ থাকবে ইউনিয়ন রুম। নির্দেশে আলিপুর আদালতের।
  • আশা করিনি তৃণমূল জমানায় নৈরাজ্য দেখতে হবে। দলের বিরুদ্ধে ক্ষুব্ধ সিদ্দিকুল্লা চৌধুরী। ১০ জুলাই আন্দোলনের হুঁশিয়ারি।
  • নদিয়ার আক্রান্ত সরকারি কলেজের অধ্যক্ষ। মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যের ভাই ও তৃণমূল কর্মীর বিরুদ্ধে।
  • এখনও অধরা তৃণমূল কাউন্সিলর বেবি কোলে। হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত বাম নেতা অনিল দাস।
  • গুরুতর অসুস্থ তেলঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
  • তিরুপতি মন্দিরের লাড্ডুতে ভেজাল ঘি মামলায় ৩ অভিযুক্তের জামিন।
  • প্রয়াত দেশভাগের সাক্ষী রাম কৃষাণ সিং। বয়স হয়েছিল ১০২।
  • বিকাশ ভবনে বিক্ষোভকারী চাকরিহারাদের পুলিশের নোটিস। খারিজের আবেদন জানিয়ে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের।
  • কালীগঞ্জে তামান্নার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ১। মোট গ্রেফতার ১০ জন।
  • DA-এর দাবিতে হাইকোর্টে দু’ঘন্টা কর্মবিরতি। হাইকোর্টের কর্মচারী সংগঠনের কর্মবিরতি।
  • মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন শান্তনুর। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন।
  • ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ইউক্রেনে আক্রমণ বৃদ্ধি পুতিনের।
  • ইউক্রেনে আক্রমণের ঝাঁজ বাড়াল রাশিয়া। ইউক্রেনে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা।
  • কসবা আবহে বাড়ল পরিচালন সমিতির মেয়াদ। ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ল।
  • দোকান বসানোকে কেন্দ্র করে বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
  • মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বাড়ছে মৃতের সংখ্যা।
  • বৈদ্যবাটিতে যুগল খুনে গ্রেফতার ২। ধৃতদের নাম অর্জুন পাসওয়ান এবং নাসিরুদ্দিন শেখ।
  • মনোজিতদের সঙ্গে নিয়ে কসবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। কলেজের বিভিন্ন অংশের থ্রিডি ম্যাপিং-ও করা হয়।  
  • New Date  
  • New Time  
সৌরভ গঙ্গোপাধ্যায়ের

8
July 2024

ভারতীয় ক্রিকেটে আজ “দাদা’ ডে

রিয়া দাস, সাংবাদিক: প্রিন্স অব কলকাতা, মহারাজ, দাদা। ভারতীয় ক্রিকেটে তাঁর অনেক নাম। তিনি বাঙালির আবেগ, বাঙালির গৌরব তো বটেই।

আজ ভারতীয় ক্রিকেটকে অন্ধকার থেকে আলোয় ফেরানো সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন। বছরের অনেকটা সময় ছুটি কাটাতে লন্ডনে যান সৌরভ গঙ্গোপাধ্যায়।এবারও জন্মদিন কাটছে লন্ডনেই নিজের পরিবারকে সঙ্গে নিয়ে। ক্রিকেট মাঠে সৌরভ গাঙ্গুলীকে দেখা গিয়েছে অন্য মেজাজে।ভারতীয় ক্রিকেটকে যেমন মাঠে নেতৃত্ব দিয়েছেন তেমনই প্রশাসক হিসেবেও।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের

দীর্ঘ সময় বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন।সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।পর্দার আড়ালে এর কৃতিত্ব রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। ক্রিকেটার ও প্রশাসক সৌরভ এখন প্রাক্তন।ম্যাচ ফিক্সিংয়ের অন্ধকার সময়ে ভারতীয় ক্রিকেটের দায়িত্ব তুল নিয়েছিলেন ক্যাপ্টেন দাদা।একঝাঁক তরুণ ক্রিকেটারকে তুলে আনেন তিনি।সৌরভের হাতে গড়া সেই টিম ইন্ডিয়ার বেশিরভাগের সৌজন্যেই ২০১১ সালে দ্বিতীয়বার, ওয়ান ডে ক্রিকেটে ভারতের বিশ্বজয়। সে সময় না ছিল ডিআরএস (DRC), না তো ওয়ান ডে ক্রিকেটে (ODI) দুটো বলে খেলা হত।দেশের জার্সিতে 113টি টেস্ট, 300-র উপর ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে 18575 রান।ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের

মুম্বইয়ে ইংল্যান্ড অলরাউন্ডার অ্যান্ড্রুর ফ্লিনটফ (Andrew Flintoff ) জার্সি খুলে সেলিব্রেশন করেছিলেন সৌরভের টিম ইন্ডিয়ার বিরুদ্ধে।
যার জবাব দিয়েছিলেন লর্ডসের মাঠে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে। লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই জার্সি খুলে ওড়ানোর
ছবি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত।সৌরভের কেরিয়ারে এমন অনেক কীর্তি রয়েছে।তেমনই আট রেকর্ড যা এখনও অক্ষত। 52 তম জন্মদিনে দাদার রেকর্ডগুলি একবার ফিরে দেখা যাক।

এখনও অক্ষত সৌরভের নজিরগুলি

প্রথমত, ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে ভারতীয়দের মধ্যে এক ম্যাচে সর্বাধিক স্কোরের রেকর্ড সৌরভের দখলেই।
1999 বিশ্বকাপে ( World Cup 1999) টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে 183 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের

দ্বিতীয়ত, ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে টানা চার ম্যাচে সেরার পুরস্কার জেতার একমাত্র এবং ব্যতিক্রমী রেকর্ড রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। 1997 সালে টরন্টোয় একটি সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়ের

তৃতীয়ত, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ব্যক্তিগত সর্বাধিক স্কোরের রেকর্ডও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দখলে।
2000 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 117 রানের ইনিংস খেলেছিলেন সৌরভ।

চতুর্থতম, ওয়ান ডে বিশ্বকাপে ইতিহাসে ভারতের সর্বাধিক জুটির রেকর্ড।1999 সালের ওয়ান ডে বিশ্বকাপে ভারতের সদ্য প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে 318 রানের পার্টনারশিপ গড়েছিলেন সৌরভ।ভারতীয়দের মধ্যে প্রথম ও বিশ্বে এটি দ্বিতীয়।

পঞ্চমত, ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড।মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় জুটি ক্রিজে নামা মানেই ছিল প্রতিপক্ষর আতঙ্ক।সে সময় ডিআরএস থাকলে কিংবা দুটি নতুন বলে খেলা হলে, রানটা কত হতে পারত এ যেন কল্পনার বাইরে।সচিনের সঙ্গে 176 ইনিংসে জুটিতে করেছেন 8227 রান।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের

ষষ্ঠতম, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঝুলিতেই।চ্যাম্পিয়ন্স ট্রফি যা অনেকের কাছে মিনি বিশ্বকাপ নামেও পরিচিত, তাতে তিনটি সেঞ্চুরি রয়েছে সৌরভের।তাঁর সঙ্গে একই আসনে যোগ দিয়েছিলেন হার্শেল গিবস (Herschelle Herman Gibbs) , শিখর ধাওয়ান ( Shikhar Dhawan ) ও ক্রিস গেইল (Chris Gayle)।

সপ্তমতম, টেস্টে এক ইনিংসে ভারতীয় বাঁ হাতি ব্যাটারদের মধ্যে সর্বাধিক স্কোরের রেকর্ডও সৌরভের দখলেই।
2007 সালে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে 239 রানের ইনিংস খেলেছিলেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের

অষ্টমতম, একমাত্র ভারত অধিনায়ক যিনি পাকিস্তানের মাটিতে সেস্ট সিরিজ জিতেছেন, 2004 সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে
পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। সেখানে তিন ম্যাচে টেস্ট সিরিজ 2-1 ব্যবধানে জেতে সৌরভের টিম ইন্ডিয়া।

আরও পড়ুন : ৬ ঘন্টায় ৩০০ মিলি বৃষ্টি, মুম্বাইয়ে স্তব্ধ জনজীবন

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital