রিয়া দাস, প্রতিনিধি ঃ দুই মহিলাকে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা মধ্যপ্রদেশে। জমি নিয়ে বিবাদের জেরেই ভয়ঙ্কর কাণ্ড। কেউ কেউ সেই ঘটনার ভিডিও করছেন, কেউ আবার দাঁড়িয়ে দেখছেন। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে হাড়হিম এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা মধ্যপ্রদেশের রিবা জেলার জোরোট গ্রামের। আক্রান্ত দুই মহিলার নাম আশা পাণ্ডে ও মমতা পাণ্ডে। দুই মহিলার অভিযোগ, তাঁদের জমি জোর করে দখল করে তার উপর রাস্তা তৈরি করেছিলেন রাজেশ সিং নামে এক ব্যক্তি। ২০ জুলাই রাজেশ ও তাঁর সঙ্গীরা নিজের জেসিবি ও মাটি ভর্তি ডাম্পার নিয়ে সেই জমিতে উপস্থিত হলে পাল্টা সেখানে উপস্থিত হন দুই মহিলা। দুজনের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটি মারামারির পর্যায়ে পৌঁছে যায়। ওই অবস্থায় দুই মহিলার উপর ডাম্পার ভর্তি মাটি ঢেলে দেওয়া হয়। যার জেরে পুরোপুরি মাটির নীচে পুঁতে যান একজন, অন্যজন কোমর পর্যন্ত ঢুকে যান। এই অবস্থায় আশেপাশে থাকা অন্যান্যরা এসে উদ্ধার করে ওদের দুজনকে।
এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এমন নির্মম ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশের আশ্বাস, অপরাধীরা যাতে যথোপযুক্ত শাস্তি পায় তাঁর ব্যবস্থা করবে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে মধ্যপ্রদেশের রাজনীতিতে। নারী সুরক্ষার প্রশ্নে বিজেপিকে বিঁধতে শুরু করেছে কংগ্রেস।
আরও পড়ুন : উরির রিপিট টেলিকাস্ট রাজৌরি !