Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • মে মাসের দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে আসবেন ইরানের বিদেশমন্ত্রী। পহেলগাঁও আবহে ভারত সফর পিঁছিয়ে যায় আব্বাস আরাঘচির। 
  • পাকিস্তান সফরে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দেন তিনি।
  • মুর্শিদাবাদ পৌঁছালেন মুখ্যমন্ত্রী। ডুমুরজলায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘মুর্শিদাবাদে আমি আগেই যেতে পারতাম। কিন্তু আমি চাইছিলাম পরিস্থিতি শান্ত হোক।’ মঙ্গলবার সুতি, ধুলিয়ান যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ডিফেন্স সেক্রেটারির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। পহেলগাম আবহে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
  • নরেন্দ্র মোদীকে ফোন করে পহেলগাম ঘটনার নিন্দা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা রাশিয়ার।
  • পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত এয়ার ফ্রান্স, লুফথানসার মতো বিমানসংস্থাগুলির। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার কারণে এই সিদ্ধান্ত। জানানো হয়েছে এয়ার ফ্রান্সের তরফে।
  • আবারও গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাস। আইনজীবী হত্যা মামলায় গ্রেফতারির নির্দেশ চট্টগ্রাম আদালতের। শোন অ্যারেস্টের নির্দেশ বিচারপতির।
  • বাগনান জয়পুরে বাইক দুর্ঘটনা। মৃত ৩। নিহতদের মধ্যে দু’জন এ বছর মাধ্যমিক উত্তীর্ণ।
  • জম্মু কাশ্মীরের পুঞ্চে উদ্ধার বিপুল পরিমাণ IED। স্টিলের টিফিন বক্সে রাখা ছিল বিস্ফোরক গুলি।
  • New Date 2025-5-6
  • New Time 07:15:04 AM
মোবাইল বুক

11
July 2024

মোবাইল পকেট বই

নাজিয়া রহমান, সাংবাদিকঃ ‘আড্ডা’ এই শব্দটির সঙ্গে বাঙালির একটা গভীর সম্পর্ক আছে। আর বই নিয়ে আড্ডা দিতে, তর্কবিতর্কে যেতে বাঙালির জুড়ি মেলা ভার। তবে এই জায়গা অনেকটা দখল করে নিচ্ছে মোবাইল কিংবা ল্যাপটপ । বিশেষ করে মোবাইল মানুষের হাতের মুঠোয় বিশ্বকে এনে দিয়ে অন্যতম পরম বন্ধু হয়ে উঠেছে। তেমনই মোবাইলকে সঙ্গী করে মানুষ ভুলতে বসেছে সামাজিকতা থেকে আড্ডা সবকিছুই। অর্থাৎ বর্তমানে মোবাইলের সুফলের থেকে কুফল মানুষকে বেশি করে গ্রাস করে নিচ্ছে। এমনইকি ই-বুক এসে যাওয়াতে পাতা উল্টে বই পড়ার প্রবণতাও হারিয়ে গেছে। এই মোবাইল বা ল্যাপটপ থেকে মুখ ফিরিয়ে মানুষ যাতে আবার বইমুখি হয় তার এক ছোট্ট প্রয়াস দক্ষিণ কলকাতার এক বুক সপে। দোকানটির নাম ইংরেজি হলেও বাঙ্গালিআনায় ভরপুর। রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায়। ফেলুদা থেকে বোমকেশ। উত্তমকুমার থেকে সৌমিত্র। কেউ বই আকারে, কেউ বা কোস্টারে আবার কেউ কাটাউটে বা বুকমার্কে। অর্থাৎ সবাই একছাদের তলায় বিভিন্ন জিনিসপত্রের মধ্যে জায়গা করে নিয়েছে। বাঙালীয়ানা, আড্ডা আর বই। এই তিনের মিলিত রূপ দোকানটি। দোকানটিতে বসে আড্ডা দিতে দিতে বই পড়তে গেলে পাঠকদের একটি শর্ত সবার আগে মানতে হবে। “বই নিয়ে যতক্ষণ খুশি বসুন, আড্ডা দিন গল্প করুণ কিন্তু ল্যাপটপ নিয়ে নয়। “

মোবাইল বুক

দোকানটিতে সবচেয়ে আকর্ষণীয় হল মোবাইল বুক বা পকেট ফ্রেন্ডলি বই। যুগের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে প্রযুক্তির প্রতি আকর্ষণ। বর্তমানের বই বিমুখ বাঙালিদের নিয়ে বহুকাল আগে রঙ্গ-রসিকতা করে লেখক সৈয়দ মুস্তাফা আলী লেখেন “বই কিনে কেউ দেউলিয়া হয় না ৷” আবার বইপড়া নিয়ে কবীর হুমায়ুনের কথায়, “ভ্রমণেতে বাসে ট্রেনে দুপুরের আলস্যে, জীবনের প্রয়োজনে বই পড়ো শুয়ে-বসে ।” লেখক হুমায়ুনের সেই লেখাই সত্য করেছেন এক বাঙালি। পাঠকের সামনে চটজলদি পকেট বইয়ের সিরিজ এনে। ৩/৬ ইঞ্চি মোবাইলের সাইজের বই। পাঠক যাতে মোবাইল ভেবে বইটাকে পড়ে ফেলে তারজন্যই এই ভাবনা।

মোবাইল বুক

স্মার্ট ফোনের বোতাম টিপলে বিশ্ব আসে হাতে মুঠোয়। কিন্তু পাতা উল্টে বই পড়ার মধ্যে যে আনন্দ থাকে অন্য কোনও কিছুতের তার স্বাদ মেলেনা। তাই স্মার্টফোনের মাপের ছোট এই বইগুলি পকেটে পুরেই বহন করা যায়। নতুন প্রজন্মের মধ্যে যাতে পাতা উল্টে বই পড়ার অভ্যাস আরও বেশি করে গড়ে ওঠে তাই এই উদ্যোগ।

আরও পড়ুন : একসময় স্নান করিয়েছিলেন মেসি – আজ ইউরোয় ইতিহাস লিখছেন ইয়ামাল

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election