অনুসূয়া দাস, প্রতিনিধি: দক্ষিণ থেকে উত্তর ভারত। বিপর্যয়ের ঘনঘটা। বেশ কয়েকদিনের ভারী বৃষ্টিতে দুর্যোগ নেমে আসে দক্ষিণ ভারতের কেরলে। তারই মাঝে মেঘভাঙা বৃষ্টিতে ধ্বংসযজ্ঞ উত্তর ভারতের হিমাচল প্রদেশে। ভেসে গিয়েছে একাধিক রাস্তা। হিমাচল প্রদেশের মোট পাঁচ জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি। বিপর্যস্ত মান্ডি ও সিমলা। মান্ডির চৌহার উপত্যকায় তেরং গ্রামে স্পষ্ট ফুটে উঠেছে প্রকৃতির রূদ্ররূপ। ভেসে গিয়েছে একাধিক বাড়ি। জলের তোড়ে অজানা গন্তব্যে ভেসে গিয়েছে বহু গাড়ি। বুধবার রাত ১২টা থেকে শুরু হয় মেঘভাঙা বৃষ্টি। তখন ঘুমের ঘোরে আচ্ছন্ন স্থানীয়রা। প্রকৃতির তাণ্ডব লীলা সম্বন্ধে অতটাও ভালো করে বোধোগম্ম হয়নি তখনও। তারই মধ্যে ভেসে গিয়েছেন অনেকে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কুল্লুর মালানা ও মান্ডি জেলার থালতুখোদ। বাদ জায়নি চাম্বা জেলার দুটি জায়গা। উদ্ধার কাজে ঝাপিয়ে পড়ে বিপর্যয় মোকাবিলা দল। কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুরের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বিজেপির রাজ্য সভাপতি জয়রাম ঠাকুরের সঙ্গেও কথা বলেন তিনি। কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস। দুর্যোগের মধ্যে মান্ডি জেলার সমস্ত স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যা বন্ধ থাকবে দোসরা অগাস্ট পর্যন্ত। অপরদিকে উত্তরাখন্ডের টিহরিতে জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক ঘর। পাশাপাশি কেদারনাথের ভীমবলিতে নামে ধস। বর্তমানে চলছে চারধাম যাত্রা। তারই মাঝে এই দুর্যোগে আটকে পড়েন পুর্ণ্যার্থী থেকে পর্যটকরা। আপাতত কেদারনাথ ধামে যেতে নিষেধ জারি করা হয়েছে। ধস নেমেছে হরিদ্বারেও। চামোলিতে মহিলা সহ নিখোঁজ এক শিশু। আলমোড়াতে ভেসে গেছে এক সেতু। মেঘভাঙা বৃষ্টিতে উত্তর ভারতে কার্যত ধ্বংসযজ্ঞ।
আরও পড়ুন : ‘গণতন্ত্রের মন্দিরের’ ছাদে ফাটল, চুঁইয়ে পড়ছে জল